ঢাকা ১১:০৬ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

রুমায় নিহত কেএনএ সদস্যদের পরিচয় সনাক্ত

নিজস্ব প্রতিবেদক, বান্দরবান
  • সর্বশেষ আপডেট ১১:৪১:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫
  • / 187

রুমায় নিহত কেএনএ সদস্যদের পরিচয় সনাক্ত

বান্দরবানের রুমা উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে কুকি চিন ন্যাশনাল আর্মি (কেএনএ) এর গোলাগুলির ঘটনায় নিহত দুইজনের পরিচয় সনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন সংগঠনটির একজন কমান্ডার এবং একজন সদস্য।

নিহতরা হলেন—কেএনএ কমান্ডার সাংমিন বম (২৭), যার ডাকনাম পুতিন। তিনি রুমা উপজেলার ১নং পাইন্দু ইউনিয়নের মুয়ালপি পাড়ার বাসিন্দা এবং সংগঠনে ‘কালেক্টর’ পদে দায়িত্ব পালন করতেন। অপরজন হলেন সৈনিক লাল হিম সাং বম (২৫), ডাকনাম আহিম। তিনি একই ইউনিয়নের মুননোয়াম পাড়ার বাসিন্দা।

রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোহরাওয়ার্দী বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার রাতে মুয়ালপি পাড়ার কাছাকাছি ১৬ কিলোমিটার দূরে কেএনএফ আস্তানায় অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী। বৃহস্পতিবার ভোরে তাইদাং আগা ঝিড়ি এলাকায় নাইতং পাহাড়ের গহীন বনাঞ্চলে উভয় পক্ষের মধ্যে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই কেএনএ কমান্ডারসহ দুইজন নিহত হন।

পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় ৩টি এসএমজি, ১টি রাইফেল, বিপুল পরিমাণ গুলি ও সামরিক সরঞ্জাম

নিহতদের মরদেহ বৃহস্পতিবার রাতে রুমা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। রাত ১১টার দিকে ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর পুলিশের পক্ষ থেকে পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়। নিহতদের মরদেহ পরে বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে এবং স্বজনদের মরদেহ গ্রহণের জন্য জানানো হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

রুমায় নিহত কেএনএ সদস্যদের পরিচয় সনাক্ত

সর্বশেষ আপডেট ১১:৪১:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫

বান্দরবানের রুমা উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে কুকি চিন ন্যাশনাল আর্মি (কেএনএ) এর গোলাগুলির ঘটনায় নিহত দুইজনের পরিচয় সনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন সংগঠনটির একজন কমান্ডার এবং একজন সদস্য।

নিহতরা হলেন—কেএনএ কমান্ডার সাংমিন বম (২৭), যার ডাকনাম পুতিন। তিনি রুমা উপজেলার ১নং পাইন্দু ইউনিয়নের মুয়ালপি পাড়ার বাসিন্দা এবং সংগঠনে ‘কালেক্টর’ পদে দায়িত্ব পালন করতেন। অপরজন হলেন সৈনিক লাল হিম সাং বম (২৫), ডাকনাম আহিম। তিনি একই ইউনিয়নের মুননোয়াম পাড়ার বাসিন্দা।

রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোহরাওয়ার্দী বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার রাতে মুয়ালপি পাড়ার কাছাকাছি ১৬ কিলোমিটার দূরে কেএনএফ আস্তানায় অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী। বৃহস্পতিবার ভোরে তাইদাং আগা ঝিড়ি এলাকায় নাইতং পাহাড়ের গহীন বনাঞ্চলে উভয় পক্ষের মধ্যে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই কেএনএ কমান্ডারসহ দুইজন নিহত হন।

পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় ৩টি এসএমজি, ১টি রাইফেল, বিপুল পরিমাণ গুলি ও সামরিক সরঞ্জাম

নিহতদের মরদেহ বৃহস্পতিবার রাতে রুমা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। রাত ১১টার দিকে ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর পুলিশের পক্ষ থেকে পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়। নিহতদের মরদেহ পরে বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে এবং স্বজনদের মরদেহ গ্রহণের জন্য জানানো হয়েছে।