রাঙ্গামাটিতে
সেনা অভিযানে ইউপিডিএফ পোস্ট কমান্ডারসহ দুইজন আটক
- সর্বশেষ আপডেট ০৩:০০:২৯ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫
- / 116
রাঙ্গামাটির বগাছড়ি এলাকায় সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর এক পোস্ট কমান্ডার ও তার সহযোগীকে আটক করা হয়েছে।
রোববার (১২ অক্টোবর) বাংলাদেশ সেনাবাহিনীর সরকারি ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, শনিবার (১১ অক্টোবর) দুপুরে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বগাছড়ি এলাকায় বিশেষ তল্লাশি চেকপোস্ট স্থাপন করে অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে সেনা সদস্যদের উপস্থিতি টের পেয়ে একটি মোটরসাইকেল আরোহী দল পালানোর চেষ্টা করলে সেনারা তাদের আটক করে। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও সংগৃহীত তথ্য যাচাই করে জানা যায়, আটক দুজন হলেন ইউপিডিএফের পোস্ট কমান্ডার কর্ম চাকমা ও তার সহযোগী লেলিন চাকমা।
তল্লাশি শেষে তাদের কাছ থেকে একটি পিস্তল, একটি ম্যাগাজিন, তিন রাউন্ড গুলি, একটি ওয়াকিটকি, দুটি মোবাইল ফোন এবং দুটি চাঁদা আদায়ের রসিদ উদ্ধার করা হয়।
সেনাবাহিনী জানায়, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের জনগণের নিরাপত্তা ও শান্তিশৃঙ্খলা বজায় রাখতে অভিযান চলমান থাকবে। দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং এ অঞ্চলের সব জাতিগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।


































