মিলেছে প্রাথমিক সত্যতা
সেই সেনা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত আদালত
- সর্বশেষ আপডেট ০৬:০১:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫
- / 210
রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগে এক সেনা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত আদালত গঠন করেছে বাংলাদেশ সেনাবাহিনী। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, প্রাথমিক তদন্তে ওই কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগের সত্যতা মিলেছে।
আইএসপিআর জানায়, সম্প্রতি আইন-শৃঙ্খলা রক্ষাকারী একটি বাহিনীর মাধ্যমে সেনাবাহিনীর ওই কর্মকর্তার রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগ পাওয়া যায়। অভিযোগ পাওয়ার পর বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করে সেনাবাহিনী। এর পর, ১৭ জুলাই তাকে রাজধানীর উত্তরা এলাকার নিজ বাসা থেকে আটক করে সেনা হেফাজতে নেওয়া হয়।
ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের জন্য ইতোমধ্যে একটি তদন্ত আদালত গঠন করা হয়েছে। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় পরবর্তী পদক্ষেপ নেওয়ার কথা জানানো হয় বিজ্ঞপ্তিতে। তদন্ত শেষ হওয়ার পর, সেনা আইন ও বিধির আওতায় যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে। এছাড়া বাংলাদেশ পুলিশসহ অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে প্রয়োজনীয় সমন্বয়ও চলছে।
ওই কর্মকর্তার কর্মস্থল থেকে অনুপস্থিত থাকা সংক্রান্ত বিষয়েও আরেকটি তদন্ত আদালত গঠন করা হয়েছে। তদন্ত শেষে আদালতের সুপারিশ অনুযায়ী ‘কমান্ড রেসপনসিবিলিটি’র ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সেনাবাহিনী জানায়, প্রতিষ্ঠানটি পেশাদার, শৃঙ্খলাবান এবং সম্পূর্ণ অরাজনৈতিক। রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগে যেকোনো সদস্যের বিরুদ্ধে সেনা আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। সেনাবাহিনীর প্রত্যেক সদস্যের মধ্যে পেশাদারিত্ব, শৃঙ্খলা ও সাংবিধানিক দায়িত্ববোধ বজায় রাখতে বদ্ধপরিকর সেনাবাহিনী।
































