সুষ্ঠুভাবে চলছে এইচএসসি পরীক্ষা :শিক্ষা উপদেষ্টা
- সর্বশেষ আপডেট ১২:৩৭:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫
- / 276
২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা সারা দেশে সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার। একইসঙ্গে তিনি আশ্বাস দিয়েছেন, পরীক্ষার ফল প্রকাশে যেন অপ্রয়োজনীয় বিলম্ব না হয়, সে বিষয়ে সতর্কতা অবলম্বন করা হচ্ছে।
বৃহস্পতিবার (২৬ জুন) সকালে রাজধানীর ভাসানটেক সরকারি কলেজ এবং সরকারি বাঙলা কলেজ কেন্দ্র পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
শিক্ষা উপদেষ্টা জানান, “প্রথম দিন থেকেই কেন্দ্রগুলোতে শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা চলছে। সময়মতো পরীক্ষার্থীরা কেন্দ্রে পৌঁছেছে এবং নির্ধারিত সময়েই পরীক্ষা শুরু হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী, শিক্ষা প্রশাসন এবং অন্যান্য সংশ্লিষ্টদের সম্মিলিত প্রচেষ্টায় একটি সুন্দর ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করা সম্ভব হয়েছে।”
তিনি আরও বলেন, “প্রশ্নফাঁস রোধ ও নকলমুক্ত পরীক্ষা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে। এখন পর্যন্ত কোনো বড় ধরনের অনিয়ম বা সমস্যার খবর পাওয়া যায়নি।”
পরিদর্শনকালে সংশ্লিষ্ট কেন্দ্রের অধ্যক্ষ, কেন্দ্র সচিব, কক্ষ পরিদর্শক এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে সারাদেশে একযোগে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে, যা চলবে ১০ আগস্ট পর্যন্ত। এবারের পরীক্ষায় অংশ নিয়েছেন মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী।
































