ঢাকা ১২:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সুপ্তা-স্বর্ণার ফিফটিতে ভালো সংগ্রহ বাংলাদেশের

ক্রীড়া ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৭:২৯:১০ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
  • / 123

সুপ্তা-স্বর্ণার ফিফটিতে ভালো সংগ্রহ বাংলাদেশের

বাংলাদেশ নারী ক্রিকেট দল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পরিকল্পিত ব্যাটিং করেছে এবং ৬ উইকেটে ২৩২ রানের শক্তিশালী সংগ্রহ করেছে। টস জিতে ব্যাটিংয়ে নেমে দুই ওপেনার সময় নিয়ে ভিত্তি তৈরি করেন। মিডল অর্ডারে শারমিন আক্তার সুপ্তা ও নিগার সুলতানা জ্যোতি রান বাড়ানোর দায়িত্ব পালন করেন, আর শেষ পর্যায়ে ব্যাট হাতে দলকে এগিয়ে নিয়ে যান স্বর্ণা আক্তার।

ওপেনিংয়ে ফারজানা হক ও রুবায়া হায়দার ৫৩ রানের জুটি গড়ে দেন। রুবায়া ৫২ বলে ২৫ রান করেন, তার ব্যাট থেকে দুটি চার আসে। ফারজানা ৭৬ বলে ৩০ রান করে আউট হন। এরপর শারমিন সুপ্তা ও জ্যোতি ৭৭ রান যোগ করেন। অধিনায়ক জ্যোতি ৪২ বলে ৩২ রান করেন এবং তার ইনিংসে আসে পাঁচটি চার।

তিনে নামা সুপ্তা ৭৭ বলে ৫০ রান করে আউট হন, তার ব্যাট থেকে ছয়টি চার আসে। শেষ পর্যায়ে ব্যাট করতে এসে স্বর্ণা আক্তার ৩৫ বলে ৫১ রান হার না মানা ইনিংস খেলেন, যার মধ্যে তিনটি চার ও তিনটি ছক্কা রয়েছে।

ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশের পক্ষে স্বর্ণা সর্বোচ্চ ছক্কা মারার রেকর্ড এবং দ্রুততম ফিফটির কীর্তিও গড়েন। এছাড়া ঋতু মনি ৮ বলে ১৯ রান করে দলের সংগ্রহকে আরও শক্তিশালী করেছেন। তবে সুপ্তা ও সোবহানা মুস্তারি রান আউট হয়ে গেছেন এবং একাধিক ভুল বোঝাবুঝিতে বাংলাদেশের মেয়েরা রান আউট হওয়ার সুযোগও দিয়েছেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সুপ্তা-স্বর্ণার ফিফটিতে ভালো সংগ্রহ বাংলাদেশের

সর্বশেষ আপডেট ০৭:২৯:১০ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫

বাংলাদেশ নারী ক্রিকেট দল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পরিকল্পিত ব্যাটিং করেছে এবং ৬ উইকেটে ২৩২ রানের শক্তিশালী সংগ্রহ করেছে। টস জিতে ব্যাটিংয়ে নেমে দুই ওপেনার সময় নিয়ে ভিত্তি তৈরি করেন। মিডল অর্ডারে শারমিন আক্তার সুপ্তা ও নিগার সুলতানা জ্যোতি রান বাড়ানোর দায়িত্ব পালন করেন, আর শেষ পর্যায়ে ব্যাট হাতে দলকে এগিয়ে নিয়ে যান স্বর্ণা আক্তার।

ওপেনিংয়ে ফারজানা হক ও রুবায়া হায়দার ৫৩ রানের জুটি গড়ে দেন। রুবায়া ৫২ বলে ২৫ রান করেন, তার ব্যাট থেকে দুটি চার আসে। ফারজানা ৭৬ বলে ৩০ রান করে আউট হন। এরপর শারমিন সুপ্তা ও জ্যোতি ৭৭ রান যোগ করেন। অধিনায়ক জ্যোতি ৪২ বলে ৩২ রান করেন এবং তার ইনিংসে আসে পাঁচটি চার।

তিনে নামা সুপ্তা ৭৭ বলে ৫০ রান করে আউট হন, তার ব্যাট থেকে ছয়টি চার আসে। শেষ পর্যায়ে ব্যাট করতে এসে স্বর্ণা আক্তার ৩৫ বলে ৫১ রান হার না মানা ইনিংস খেলেন, যার মধ্যে তিনটি চার ও তিনটি ছক্কা রয়েছে।

ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশের পক্ষে স্বর্ণা সর্বোচ্চ ছক্কা মারার রেকর্ড এবং দ্রুততম ফিফটির কীর্তিও গড়েন। এছাড়া ঋতু মনি ৮ বলে ১৯ রান করে দলের সংগ্রহকে আরও শক্তিশালী করেছেন। তবে সুপ্তা ও সোবহানা মুস্তারি রান আউট হয়ে গেছেন এবং একাধিক ভুল বোঝাবুঝিতে বাংলাদেশের মেয়েরা রান আউট হওয়ার সুযোগও দিয়েছেন।