সুন্দরবনে বন্য শূকরের আক্রমণে যুবক আহত
- সর্বশেষ আপডেট ০৭:৪৮:২৬ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
- / 71
সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় সুন্দরবনে কাঁকড়া শিকার করতে গিয়ে বন্য শূকরের আক্রমণে এক যুবক আহত হয়েছেন। আহত ব্যক্তির নাম আব্দুর রহিম (২৮)। তিনি শ্যামনগরের গাবুরা ইউনিয়নের সোরা গ্রামের বনজীবী আসাদ আলীর ছেলে।
গাবুরা ইউনিয়নের চেয়ারম্যান মাসুদুল আলম জানান, সোমবার সকালে রহিমসহ পাঁচজন সুন্দরবনের গভীরে কাঁকড়া শিকার করতে যান। শিকার শেষে ফেরার পথে হঠাৎ একটি বন্য শূকর তাদের দলের ওপর আক্রমণ চালায়। এতে আব্দুর রহিম গুরুতর আহত হন। সঙ্গীরা দ্রুত তাকে উদ্ধার করে নৌকায় তুলে বনের বাইরে নিয়ে আসেন।
আহতের পরিবার জানায়, রহিম বর্তমানে জীবিত থাকলেও তার শারীরিক অবস্থা স্থিতিশীল রাখতে জরুরি চিকিৎসা প্রয়োজন। খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মাঝে উদ্বেগ সৃষ্টি হয়।
গাবুরা ইউনিয়ন পরিষদের সদস্য মঞ্জুর রহমান জানান, সন্ধ্যায় আহত যুবককে গাবুরা ঘাটে আনা হলে স্বজনরা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যায়।
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের রেঞ্জ অফিসার ফজলুল হক বলেন, অনুমতি ছাড়া বনে প্রবেশ ও শিকার করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বিশেষ করে বন্যপ্রাণীর আক্রমণে যেকোনো সময় প্রাণহানির আশঙ্কা থাকে। তার তথ্য মতে, রহিম খুলনা রেঞ্জের কাকা দোবেকী এলাকায় শূকরের আক্রমণের শিকার হন।

































