ঢাকা ০৯:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সুন্দরবনে প্রবাসী নারী পর্যটকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, মোংলা
  • সর্বশেষ আপডেট ০৪:১২:২৫ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫
  • / 156

সুন্দরবনে প্রবাসী নারী পর্যটকের মরদেহ উদ্ধার

সুন্দরবনের পশুর নদীতে ট্রলার উল্টে নিখোঁজ যুক্তরাষ্ট্র প্রবাসী নারী পর্যটক রিয়ানা আবজালের (২৮) মরদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড। নিখোঁজ হওয়ার দুই দিন পর সোমবার সকালে মোংলার সাইলো জেটি সংলগ্ন নদী থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

ঘটনা সূত্রে জানা যায়, গত শনিবার দুপুরে সুন্দরবনের ঢাংমারি ও পশুর নদীর মোহনায় পর্যটকবাহী একটি ট্রলার উল্টে রিয়ানা নিখোঁজ হন। উদ্ধার অভিযানের তথ্য দেন কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক। তিনি জানান, উদ্ধার মরদেহ চাঁদপাই নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে পৌঁছে দেওয়া হবে।

রিয়ানা আবজাল ছিলেন রাজধানীর উত্তরা এলাকার আবুল কালাম আজাদের মেয়ে এবং বরিশালে তাদের গ্রামের বাড়ি। পেশায় তিনি পাইলট ছিলেন এবং পরে যুক্তরাষ্ট্রে বসবাস করছিলেন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, সুন্দরবনের ঢাংমারী এলাকার রিসোর্ট ‘ম্যানগ্রোভ ভ্যালি’-তে রিয়ানা পরিবারের সঙ্গে রাতযাপন করেছিলেন। শনিবার সকালে ১৩ জন পর্যটক করমজল পর্যটনকেন্দ্রে যাচ্ছিলেন। পথে ঢেউয়ের প্রভাবে নৌকাটি উল্টে যায়। অন্যরা সাঁতরে কুলে ওঠেন বা আশপাশের লোকজনের সহায়তায় উদ্ধার হন, কিন্তু রিয়ানা নিখোঁজ ছিলেন।

Tag :

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সুন্দরবনে প্রবাসী নারী পর্যটকের মরদেহ উদ্ধার

সর্বশেষ আপডেট ০৪:১২:২৫ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫

সুন্দরবনের পশুর নদীতে ট্রলার উল্টে নিখোঁজ যুক্তরাষ্ট্র প্রবাসী নারী পর্যটক রিয়ানা আবজালের (২৮) মরদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড। নিখোঁজ হওয়ার দুই দিন পর সোমবার সকালে মোংলার সাইলো জেটি সংলগ্ন নদী থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

ঘটনা সূত্রে জানা যায়, গত শনিবার দুপুরে সুন্দরবনের ঢাংমারি ও পশুর নদীর মোহনায় পর্যটকবাহী একটি ট্রলার উল্টে রিয়ানা নিখোঁজ হন। উদ্ধার অভিযানের তথ্য দেন কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক। তিনি জানান, উদ্ধার মরদেহ চাঁদপাই নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে পৌঁছে দেওয়া হবে।

রিয়ানা আবজাল ছিলেন রাজধানীর উত্তরা এলাকার আবুল কালাম আজাদের মেয়ে এবং বরিশালে তাদের গ্রামের বাড়ি। পেশায় তিনি পাইলট ছিলেন এবং পরে যুক্তরাষ্ট্রে বসবাস করছিলেন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, সুন্দরবনের ঢাংমারী এলাকার রিসোর্ট ‘ম্যানগ্রোভ ভ্যালি’-তে রিয়ানা পরিবারের সঙ্গে রাতযাপন করেছিলেন। শনিবার সকালে ১৩ জন পর্যটক করমজল পর্যটনকেন্দ্রে যাচ্ছিলেন। পথে ঢেউয়ের প্রভাবে নৌকাটি উল্টে যায়। অন্যরা সাঁতরে কুলে ওঠেন বা আশপাশের লোকজনের সহায়তায় উদ্ধার হন, কিন্তু রিয়ানা নিখোঁজ ছিলেন।