সুন্দরবন থেকে বিপুল পরিমাণ হরিণ শিকারের ফাঁদ জব্দ
- সর্বশেষ আপডেট ১০:২৬:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫
- / 200
সুন্দরবনের অভ্যন্তর থেকে হরিণ শিকারের ১৩৫টি ফাঁদ জব্দ করেছে বনপ্রহরীরা। শুক্রবার বিকেলে বনের পৃথক এলাকায় অভিযান চালিয়ে এসব ফাঁদ জব্দ করা হয়। পরে সেগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের (মোংলা) ঢাংমারী স্টেশন কর্মকর্তা সুরজিৎ চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেলে ঢাংমারীর বনের অভ্যন্তরের হুলার ভাড়ানি সংলগ্ন পাশের খালে পায়ে হেঁটে অভিযান চালান বনপ্রহরীরা। এ সময় ওই এলাকা থেকে হরিণ শিকারের জন্য পেতে রাখা ৮২টি মালা (গোলাকৃতি) ফাঁদ জব্দ করেন তাঁরা।
অন্যদিকে শুক্রবার সকালে নন্দবালা টহল ফাঁড়ির সূর্যমুখী খাল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে আরও ৫৩টি মালা ফাঁদ জব্দ করা হয়।

এর আগে, মঙ্গলবার সুপতি স্টেশনের আওতাধীন শাপলা ক্যাম্পের ছোট সিন্দুক বারিয়া খালের উত্তর পাশে বনের ভিতর থেকে হরিণ শিকারিরা পেতে রাখা ৪৫০টি মালা ফাঁদ জব্দ করে বনপ্রহরীরা।
































