সুনামগঞ্জে বাজারের জমি নিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২৫
- সর্বশেষ আপডেট ০৩:৫৬:৪২ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
- / 70
সুনামগঞ্জের ছাতকে বাজারের জমি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে দুই গ্রামের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন। বুধবার (১৯ নভেম্বর) সকালে চরমহল্লা ইউনিয়নের নানশ্রী ও সিদ্ধারচর গ্রামের বাসিন্দাদের মধ্যে এই সংঘর্ষ ঘটে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিদ্ধারচর গ্রামের পাশে ইসলামগঞ্জ নামে একটি বাজার স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ বাজারের জমি নিয়ে সিদ্ধারচর গ্রামের আব্দুল হকের সঙ্গে বাজার কমিটির মামলা চলছিল। মঙ্গলবার জমি মাপজোকের সময় নানশ্রী গ্রামের চান্দ আলীর সঙ্গে আব্দুল হকের মধ্যে বাকবিতণ্ডা হয়। এর জের ধরে বুধবার সকালে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
চরমহল্লা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মতিন বলেন, “ইসলামগঞ্জ বাজারের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। মঙ্গলবার দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটির জেরে বুধবার সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঘণ্টাব্যাপি সংঘর্ষে উভয়পক্ষের ২৫ জন আহত হয়েছে, যারা পরে ছাতক স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।”
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিকুল ইসলাম খান জানান, “একটি জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরেই দুই গ্রামের মধ্যে সংঘর্ষ হয়েছে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।”



































