ঢাকা ১১:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সুদানে নিহত ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর মরদেহ দেশে পৌছেছে

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০১:৩২:২০ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
  • / 86

সুদানে নিহত ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর মরদেহ দেশে পৌছেছে। ছবি: সংগৃহীত

সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ঘাঁটিতে সন্ত্রাসীদের ড্রোন হামলায় নিহত ছয় বাংলাদেশি শান্তিরক্ষীর মরদেহ ঢাকায় পৌঁছেছে। শনিবার (২০ ডিসেম্বর) সকাল ১১টা ৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মরদেহবাহী ফ্লাইটটি অবতরণ করে। বিমানবন্দরের নির্বাহী পরিচালক এস এম রাগিব সামাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

গত ১৩ ডিসেম্বর সুদানের আবেই এলাকায় বাংলাদেশ সেনাবাহিনী এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে বর্বরোচিত সন্ত্রাসী ড্রোন হামলা চালানো হয়। হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ছয় জন নিহত হন এবং ৯ জন আহত হন।

আহতদের দ্রুততম সময়ে সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করা হয়েছে। তারা কেনিয়ার রাজধানী নাইরোবিতে আগা খান ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এবং বর্তমানে সবাই শঙ্কামুক্ত রয়েছেন।

শহীদ ছয় শান্তিরক্ষীর মধ্যে রয়েছেন- করপোরাল মো. মাসুদ রানা (এএসসি, নাটোর), সৈনিক মো. মমিনুল ইসলাম (বীর, কুড়িগ্রাম), শামীম রেজা (বীর, রাজবাড়ী), শান্ত মণ্ডল (বীর, কুড়িগ্রাম), মেস ওয়েটার মোহাম্মদ জাহাঙ্গীর আলম (কিশোরগঞ্জ) এবং লন্ড্রি কর্মচারী মো. সবুজ মিয়া (গাইবান্ধা)।

আইএসপিআর জানিয়েছে, নিহতদের সর্বোচ্চ মর্যাদা এবং জাতীয় সম্মান প্রদানের ব্যবস্থা করা হবে। তাদের পরিবার ও দেশবাসীর প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনী এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশন এই সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছে। শান্তিরক্ষীদের আত্মত্যাগকে দেশের জন্য অমূল্য বল হিসেবে বিবেচনা করা হচ্ছে। কর্মকর্তারা জানান, হামলার ঘটনা আন্তর্জাতিক সম্প্রদায় এবং সন্ত্রাসবিরোধী জোটের জন্য সতর্কবার্তা হিসেবে বিবেচিত হবে।

মৃতদের দেশে ফিরে আসায় পরিবার ও শুভাকাঙ্ক্ষীরা তাদের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সুদানে নিহত ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর মরদেহ দেশে পৌছেছে

সর্বশেষ আপডেট ০১:৩২:২০ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫

সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ঘাঁটিতে সন্ত্রাসীদের ড্রোন হামলায় নিহত ছয় বাংলাদেশি শান্তিরক্ষীর মরদেহ ঢাকায় পৌঁছেছে। শনিবার (২০ ডিসেম্বর) সকাল ১১টা ৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মরদেহবাহী ফ্লাইটটি অবতরণ করে। বিমানবন্দরের নির্বাহী পরিচালক এস এম রাগিব সামাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

গত ১৩ ডিসেম্বর সুদানের আবেই এলাকায় বাংলাদেশ সেনাবাহিনী এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে বর্বরোচিত সন্ত্রাসী ড্রোন হামলা চালানো হয়। হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ছয় জন নিহত হন এবং ৯ জন আহত হন।

আহতদের দ্রুততম সময়ে সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করা হয়েছে। তারা কেনিয়ার রাজধানী নাইরোবিতে আগা খান ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এবং বর্তমানে সবাই শঙ্কামুক্ত রয়েছেন।

শহীদ ছয় শান্তিরক্ষীর মধ্যে রয়েছেন- করপোরাল মো. মাসুদ রানা (এএসসি, নাটোর), সৈনিক মো. মমিনুল ইসলাম (বীর, কুড়িগ্রাম), শামীম রেজা (বীর, রাজবাড়ী), শান্ত মণ্ডল (বীর, কুড়িগ্রাম), মেস ওয়েটার মোহাম্মদ জাহাঙ্গীর আলম (কিশোরগঞ্জ) এবং লন্ড্রি কর্মচারী মো. সবুজ মিয়া (গাইবান্ধা)।

আইএসপিআর জানিয়েছে, নিহতদের সর্বোচ্চ মর্যাদা এবং জাতীয় সম্মান প্রদানের ব্যবস্থা করা হবে। তাদের পরিবার ও দেশবাসীর প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনী এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশন এই সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছে। শান্তিরক্ষীদের আত্মত্যাগকে দেশের জন্য অমূল্য বল হিসেবে বিবেচনা করা হচ্ছে। কর্মকর্তারা জানান, হামলার ঘটনা আন্তর্জাতিক সম্প্রদায় এবং সন্ত্রাসবিরোধী জোটের জন্য সতর্কবার্তা হিসেবে বিবেচিত হবে।

মৃতদের দেশে ফিরে আসায় পরিবার ও শুভাকাঙ্ক্ষীরা তাদের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন।