সীমিত পরিসরে পেঁয়াজ আমদানির অনুমতি
- সর্বশেষ আপডেট ০৯:১৬:৩০ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
- / 75
দেশের বাজারে পেঁয়াজের ক্রমবর্ধমান দামের চাপ কমাতে সরকার রোববার (৭ ডিসেম্বর) থেকে সীমিত আকারে পণ্যটি আমদানির অনুমতি দিচ্ছে। শনিবার কৃষি মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানায়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, দৈনিক ৫০টি করে আমদানি অনুমতি (আইপি) দেওয়া হবে। প্রতিটি আইপির আওতায় সর্বোচ্চ ৩০ টন পেঁয়াজ আমদানির সুযোগ থাকবে।
এতে আরও উল্লেখ করা হয়, ১ আগস্ট থেকে এখন পর্যন্ত যারা আমদানি অনুমতির জন্য আবেদন করেছিলেন, শুধুমাত্র তারাই নতুন করে আবেদন জমা দিতে পারবেন এবং প্রত্যেক আবেদনকারী একবারই আবেদন করার সুযোগ পাবেন।
বাজার স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই সীমিত আমদানির ব্যবস্থা চালু থাকবে বলেও মন্ত্রণালয় জানিয়েছে।
সম্প্রতি দেশের বাজারে পেঁয়াজের দাম হঠাৎ বাড়তে শুরু করে। রাজধানীতে প্রতি কেজি পেঁয়াজের দাম ১৫০ টাকার বেশি হয়ে গেছে, যা এক সপ্তাহে ২০–৩০ টাকা পর্যন্ত বৃদ্ধি।
এর আগে কৃষি উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, দেশে পেঁয়াজের পর্যাপ্ত মজুত রয়েছে এবং কৃষকদের স্বার্থে আমদানি বন্ধ রাখা হয়েছিল। তবে বাজারে অস্বাভাবিক মূল্যবৃদ্ধির সুযোগে মজুতদাররা যে প্রভাব ফেলছে—এমন অভিযোগও ওঠে। এ পরিস্থিতিতে দাম স্থিতিশীল রাখতে সীমিত আকারে আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার।






































