ঢাকা ০২:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সীমান্তে বিজিবির অভিযানে মাদক-চোরাই পণ্য জব্দ, আটক ১

নিজস্ব প্রতিবদেক, সাতক্ষীরা
  • সর্বশেষ আপডেট ০৯:০৯:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
  • / 145

সীমান্তে বিজিবির অভিযানে মাদক-চোরাই পণ্য জব্দ। ছবি: প্রতিনিধি

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে অভিযান চালিয়ে ইয়াবাসহ বিপুল পরিমাণ ভারতীয় চোরাই মালামাল জব্দ ও একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (২৩ অক্টোবর) রাতে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এ তথ্য নিশ্চিত করেন।

বিজিবি জানায়, ভোমরা, কুশখালি, তলুইগাছা, কাকডাঙ্গা ও মাদরা বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় পৃথক অভিযান চালানো হয়। এতে ১৩০ পিস ইয়াবা, একটি মোটরসাইকেল ও বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পণ্য জব্দ করা হয়। অভিযানে মোট ৯ লাখ ৩৪ হাজার টাকার ভারতীয় ঔষধ, শাড়ি, বোরকা, ইয়াবা ও মদ উদ্ধার হয়।

সীমান্তে বিজিবির অভিযানে মাদক-চোরাই পণ্য জব্দ, আটক ১
সীমান্তে বিজিবির অভিযানে মাদক-চোরাই পণ্য জব্দ। ছবি: প্রতিনিধি

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভোমরা সীমান্তের ঘোষপাড়া ও লক্ষীদাড়ী এলাকায় অভিযান চালিয়ে ১ লাখ ৭১ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ ও শাড়ি জব্দ করা হয়। কুশখালি সীমান্তের শ্মশানঘাট এলাকা থেকে ৩৫ হাজার টাকা মূল্যের ভারতীয় বোরকা জব্দ করে বিজিবি।

তলুইগাছা বিওপি এলাকার চারাবাড়ি ও উত্তর তলুইগাছা মুশিকুরের মোড় থেকে ১৩০ পিস ইয়াবা, ৩৯ বোতল ভারতীয় মদ, একটি মোটরসাইকেলসহ ১ জনকে আটক করা হয়। এসব মালামালের আনুমানিক মূল্য ৪ লাখ ৪৭ হাজার ৫০০ টাকা।

এছাড়া কাকডাঙ্গা বিওপি’র গেরাখালি এলাকা থেকে ১ লাখ ৫ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি এবং মাদরা সীমান্তের কলাবাড়ি ও শ্মশানঘাট এলাকা থেকে ১ লাখ ৭৫ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ ও শাড়ি জব্দ করা হয়েছে।

সীমান্তে বিজিবির অভিযানে মাদক-চোরাই পণ্য জব্দ।
সীমান্তে বিজিবির অভিযানে মাদক-চোরাই পণ্য জব্দ। ছবি: প্রতিনিধি

বিজিবি আরও জানায়, এসব মালামাল ভারত থেকে চোরাপথে এনে শুল্ক ফাঁকি দিয়ে দেশের ভেতরে পাচারের চেষ্টা করা হচ্ছিল। আটক আসামি ও জব্দ করা ইয়াবা ও মোটরসাইকেল সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। অন্যান্য মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিষয়ে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর অধিনায়ক আশরাফুল হক বলেন, ‘সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। দেশের যুবসমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা ও অর্থনৈতিক ক্ষতি প্রতিরোধে আমরা শূন্য সহনশীল নীতি অনুসরণ করছি।’

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সীমান্তে বিজিবির অভিযানে মাদক-চোরাই পণ্য জব্দ, আটক ১

সর্বশেষ আপডেট ০৯:০৯:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে অভিযান চালিয়ে ইয়াবাসহ বিপুল পরিমাণ ভারতীয় চোরাই মালামাল জব্দ ও একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (২৩ অক্টোবর) রাতে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এ তথ্য নিশ্চিত করেন।

বিজিবি জানায়, ভোমরা, কুশখালি, তলুইগাছা, কাকডাঙ্গা ও মাদরা বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় পৃথক অভিযান চালানো হয়। এতে ১৩০ পিস ইয়াবা, একটি মোটরসাইকেল ও বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পণ্য জব্দ করা হয়। অভিযানে মোট ৯ লাখ ৩৪ হাজার টাকার ভারতীয় ঔষধ, শাড়ি, বোরকা, ইয়াবা ও মদ উদ্ধার হয়।

সীমান্তে বিজিবির অভিযানে মাদক-চোরাই পণ্য জব্দ, আটক ১
সীমান্তে বিজিবির অভিযানে মাদক-চোরাই পণ্য জব্দ। ছবি: প্রতিনিধি

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভোমরা সীমান্তের ঘোষপাড়া ও লক্ষীদাড়ী এলাকায় অভিযান চালিয়ে ১ লাখ ৭১ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ ও শাড়ি জব্দ করা হয়। কুশখালি সীমান্তের শ্মশানঘাট এলাকা থেকে ৩৫ হাজার টাকা মূল্যের ভারতীয় বোরকা জব্দ করে বিজিবি।

তলুইগাছা বিওপি এলাকার চারাবাড়ি ও উত্তর তলুইগাছা মুশিকুরের মোড় থেকে ১৩০ পিস ইয়াবা, ৩৯ বোতল ভারতীয় মদ, একটি মোটরসাইকেলসহ ১ জনকে আটক করা হয়। এসব মালামালের আনুমানিক মূল্য ৪ লাখ ৪৭ হাজার ৫০০ টাকা।

এছাড়া কাকডাঙ্গা বিওপি’র গেরাখালি এলাকা থেকে ১ লাখ ৫ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি এবং মাদরা সীমান্তের কলাবাড়ি ও শ্মশানঘাট এলাকা থেকে ১ লাখ ৭৫ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ ও শাড়ি জব্দ করা হয়েছে।

সীমান্তে বিজিবির অভিযানে মাদক-চোরাই পণ্য জব্দ।
সীমান্তে বিজিবির অভিযানে মাদক-চোরাই পণ্য জব্দ। ছবি: প্রতিনিধি

বিজিবি আরও জানায়, এসব মালামাল ভারত থেকে চোরাপথে এনে শুল্ক ফাঁকি দিয়ে দেশের ভেতরে পাচারের চেষ্টা করা হচ্ছিল। আটক আসামি ও জব্দ করা ইয়াবা ও মোটরসাইকেল সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। অন্যান্য মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিষয়ে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর অধিনায়ক আশরাফুল হক বলেন, ‘সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। দেশের যুবসমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা ও অর্থনৈতিক ক্ষতি প্রতিরোধে আমরা শূন্য সহনশীল নীতি অনুসরণ করছি।’