সীমান্তে আরও ১৯ বাংলাদেশিকে বিএসএফের পুশইন
- সর্বশেষ আপডেট ০২:৫৪:১৮ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫
- / 74
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্ত দিয়ে ভারত থেকে ফেরত আসা ১৯ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এর মধ্যে ১০ জন পুরুষ, ৬ জন নারী ও ৩ শিশু রয়েছে।
বিজিবি জানায়, বুধবার (২৪ সেপ্টেম্বর) ভোরে মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) চামুচা ও চাঁনশিকারী বিওপির টহল দল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। সকাল ৫টার দিকে ভারতের পশ্চিমবঙ্গের মালদহ জেলার কাঞ্চান্টার বিএসএফ ক্যাম্প থেকে তাদের পুশইন করা হয়। এরপর সীমান্তে টহলরত বিজিবি সদস্যরা তাদের আটক করে।
আটক ব্যক্তিদের বাড়ি রাজশাহী, যশোর, রাজবাড়ী, মাগুরা, চাঁপাইনবাবগঞ্জ, খুলনা, ঢাকা, কুড়িগ্রাম, নড়াইল ও ময়মনসিংহ জেলার বিভিন্ন এলাকায়। তাদের মধ্যে রয়েছেন—রাজশাহীর আসাদুল ইসলাম (৩৩), দেলোয়ার হোসেন (২৮), হযরত আলী (২৮), যশোরের আরিফ হোসেন (৩৮), রাজবাড়ীর আব্দুর রহমান (৩৭), মাগুরার সয়ন সিকদার (২২), চাঁপাইনবাবগঞ্জের লুৎফর রহমান (৩৮), খুলনার জান্নাতুল ফেরদৌস (২৬), ঢাকার সুমি (২৫) ও তার দুই মাস বয়সী সন্তান আব্দুল্লাহ্, কুড়িগ্রামের এবি আব্দুল মোতালেব (৪৭), মেহেদুল ইসলাম (২৩), মোকছেদুল হক (৩০), মুর্শিদা বিবি (৩৭), শরিফা বেগম (২৫) ও তার শিশু রমজান হক (৩), নড়াইলের রেহেনা বেগম (৫৫), ময়মনসিংহের শাপলা আক্তার (২১) ও তার দুই বছরের কন্যা রুহি আক্তার।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, ২০১৫ থেকে ২০২৪ সালের মধ্যে জীবিকার সন্ধানে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। পরবর্তীতে ভারতীয় পুলিশ তাদের গ্রেপ্তার করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়। সাজা শেষে স্থানীয় থানার মাধ্যমে বিএসএফের কাছে হস্তান্তর করা হয়। এরপর বিএসএফ তাদের বাংলাদেশ সীমান্তে ফেরত পাঠায়।
বিজিবি জানিয়েছে, আটক ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য তাদের ভোলাহাট থানায় হস্তান্তর করা হয়েছে।
































