সীতাকুণ্ডে কাভার্ডভ্যানের ধাক্কায় বিএনপি নেতা নিহত
- সর্বশেষ আপডেট ০৪:১৫:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
- / 179
চট্টগ্রামের সীতাকুণ্ডে কাভার্ডভ্যানের ধাক্কায় জয়নাল আবেদীন (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী প্রাণ হারিয়েছেন।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারৈয়ারঢালা ইউনিয়নের সেবা ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত জয়নাল আবেদীন ওই ইউনিয়নের শফি মিজি বাড়ির মৃত মীর হোসেনের ছেলে এবং স্থানীয় বিএনপির ১নং ওয়ার্ডের সদস্য ছিলেন। তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়ে এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সকালে সেবা ফিলিং স্টেশন থেকে তেল নিয়ে মোটরসাইকেল নিয়ে মহাসড়কে উঠছিলেন জয়নাল। এ সময় ঢাকামুখী একটি কাভার্ডভ্যান তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। দ্রুত স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জয়নাল আবেদীন পেশায় একজন ব্যবসায়ী ছিলেন এবং ছোট দারগারোহাট বাজারে তার একাধিক ব্যবসা প্রতিষ্ঠান ছিল। তার আকস্মিক মৃত্যুর খবরে এলাকায় ও রাজনৈতিক অঙ্গনে শোক নেমে আসে।
বারৈয়ারঢালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন মাসুম বলেন, “জয়নাল শুধু রাজনৈতিকভাবে সক্রিয় ছিলেন না, তিনি সবার সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখতেন। তার মৃত্যুতে আমরা গভীরভাবে মর্মাহত।”
কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাকির রাব্বানী জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।


































