শিরোনাম
সিসিইউতে বেগম খালেদা জিয়া
নিজস্ব প্রতিবেদক
- সর্বশেষ আপডেট ০২:১০:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
- / 132
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কেবিন থেকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুর ১টার দিকে তার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
গত রোববার (২৩ নভেম্বর) রাতে স্বাস্থ্য পরীক্ষা করানোর জন্য গুলশানের বাসভবন ফিরোজা থেকে খালেদা জিয়াকে হাসপাতালে আনা হয়। পরে মেডিকেল বোর্ডের পরামর্শে তাকে ভর্তি করা হয়। সেখানে নানান পরীক্ষা-নিরীক্ষার পর প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।
জাহিদ হোসেন জানান, হাসপাতালে ভর্তির পর থেকেই মেডিকেল বোর্ডের নিবিড় তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।
এ ছাড়া, সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনাও করেছেন বেগম খালেদা জিয়া।
































