ঢাকা ০২:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সিঙ্গাপুরের পথে নুর

নিজস্ব প্রতিবদেক
  • সর্বশেষ আপডেট ১২:২৪:১৯ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
  • / 101

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। ফাইল ছবি

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন।

সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল ৮টা ২৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি সিঙ্গাপুরের উদ্দেশে রওনা দেন।

তার সঙ্গে যাচ্ছেন ব্যক্তিগত চিকিৎসক বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, পিজি হাসপাতালের অর্থপেডিক ও স্পাইন সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সাজ্জাদ হোসেন রাসেল।

চিকিৎসার প্রশ্নে দলটির নেতারা জানিয়েছেন, সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নুরুল হক নুরের চিকিৎসা হবে।

নুরের ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় বলা হয়, দীর্ঘদিন ধরে দেশেই চিকিৎসা নেওয়ার পর চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে যেতে হচ্ছে। নাকের সার্জারিসহ বিভিন্ন স্বাস্থ্য জটিলতার কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রসঙ্গত, ২৯ আগস্ট রাতে বিজয়নগরে জাতীয় পার্টি (জাপা) ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ বাধে। এসময় আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জে নুর, সাধারণ সম্পাদক রাশেদ খানসহ অন্তত ৫০ জন আহত হন। গুরুতর অবস্থায় নুরকে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সিঙ্গাপুরের পথে নুর

সর্বশেষ আপডেট ১২:২৪:১৯ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন।

সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল ৮টা ২৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি সিঙ্গাপুরের উদ্দেশে রওনা দেন।

তার সঙ্গে যাচ্ছেন ব্যক্তিগত চিকিৎসক বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, পিজি হাসপাতালের অর্থপেডিক ও স্পাইন সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সাজ্জাদ হোসেন রাসেল।

চিকিৎসার প্রশ্নে দলটির নেতারা জানিয়েছেন, সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নুরুল হক নুরের চিকিৎসা হবে।

নুরের ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় বলা হয়, দীর্ঘদিন ধরে দেশেই চিকিৎসা নেওয়ার পর চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে যেতে হচ্ছে। নাকের সার্জারিসহ বিভিন্ন স্বাস্থ্য জটিলতার কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রসঙ্গত, ২৯ আগস্ট রাতে বিজয়নগরে জাতীয় পার্টি (জাপা) ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ বাধে। এসময় আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জে নুর, সাধারণ সম্পাদক রাশেদ খানসহ অন্তত ৫০ জন আহত হন। গুরুতর অবস্থায় নুরকে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।