ঢাকা ০৪:০৭ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সিঙ্গাপুরকে ৪-১ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল

স্পোর্টস ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৬:৩৮:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫
  • / 136

এএফসি অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে সিঙ্গাপুরের বিপক্ষে ৪-১ গোলের বড় জয় পেয়েছে বাংলাদেশ। যদিও আগের দুই ম্যাচে হেরে মূলপর্বে যাওয়ার স্বপ্ন আগেই শেষ হয়ে গিয়েছিল, তবুও ভিয়েতনামে শেষ ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সে নতুন রূপে মাঠে নামে লাল-সবুজের তরুণরা।

প্রথমার্ধে চাপের মুখে থাকা বাংলাদেশ দ্বিতীয়ার্ধে পাল্টে দেয় ম্যাচের চিত্র। ৭০ থেকে ৮২ মিনিটের মধ্যে টানা চার গোল করে সিঙ্গাপুরকে উড়িয়ে দেয় তারা।

৭০ মিনিটে ইতালিয়ান লিগে খেলা ফাহমিদুল ইসলাম দূরপাল্লার শটে গোল করে দলকে এগিয়ে দেন। এটি তার জাতীয় দলের হয়ে প্রথম গোল। দুই মিনিট পর আল আমিন লং পাস থেকে দারুণ ফিনিশিংয়ে ব্যবধান দ্বিগুণ করেন। এরপর সিঙ্গাপুরের রক্ষণের ভুলে মুর্শেদ আহমেদ তৃতীয় গোল এবং অধিনায়ক শেখ মোরসালিন বক্সের বাইরে থেকে শট করে চতুর্থ গোল করেন।

যদিও ম্যাচের প্রথমার্ধে সিঙ্গাপুর একের পর এক আক্রমণে বাংলাদেশকে চাপে ফেলে, তবে গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ একাধিক গুরুত্বপূর্ণ সেভ করে দলকে টিকিয়ে রাখেন।

এর আগে এএফসি অনূর্ধ্ব-২৩ টুর্নামেন্টের আগের দুই আসরে বাংলাদেশ কোনো জয় কিংবা গোল পায়নি। সিঙ্গাপুরের বিপক্ষে এই জয় শুধু বড় ব্যবধানের নয়, বরং আত্মবিশ্বাস বাড়ানোরও বড় সুযোগ এনে দিল তরুণদের জন্য।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সিঙ্গাপুরকে ৪-১ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল

সর্বশেষ আপডেট ০৬:৩৮:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫

এএফসি অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে সিঙ্গাপুরের বিপক্ষে ৪-১ গোলের বড় জয় পেয়েছে বাংলাদেশ। যদিও আগের দুই ম্যাচে হেরে মূলপর্বে যাওয়ার স্বপ্ন আগেই শেষ হয়ে গিয়েছিল, তবুও ভিয়েতনামে শেষ ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সে নতুন রূপে মাঠে নামে লাল-সবুজের তরুণরা।

প্রথমার্ধে চাপের মুখে থাকা বাংলাদেশ দ্বিতীয়ার্ধে পাল্টে দেয় ম্যাচের চিত্র। ৭০ থেকে ৮২ মিনিটের মধ্যে টানা চার গোল করে সিঙ্গাপুরকে উড়িয়ে দেয় তারা।

৭০ মিনিটে ইতালিয়ান লিগে খেলা ফাহমিদুল ইসলাম দূরপাল্লার শটে গোল করে দলকে এগিয়ে দেন। এটি তার জাতীয় দলের হয়ে প্রথম গোল। দুই মিনিট পর আল আমিন লং পাস থেকে দারুণ ফিনিশিংয়ে ব্যবধান দ্বিগুণ করেন। এরপর সিঙ্গাপুরের রক্ষণের ভুলে মুর্শেদ আহমেদ তৃতীয় গোল এবং অধিনায়ক শেখ মোরসালিন বক্সের বাইরে থেকে শট করে চতুর্থ গোল করেন।

যদিও ম্যাচের প্রথমার্ধে সিঙ্গাপুর একের পর এক আক্রমণে বাংলাদেশকে চাপে ফেলে, তবে গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ একাধিক গুরুত্বপূর্ণ সেভ করে দলকে টিকিয়ে রাখেন।

এর আগে এএফসি অনূর্ধ্ব-২৩ টুর্নামেন্টের আগের দুই আসরে বাংলাদেশ কোনো জয় কিংবা গোল পায়নি। সিঙ্গাপুরের বিপক্ষে এই জয় শুধু বড় ব্যবধানের নয়, বরং আত্মবিশ্বাস বাড়ানোরও বড় সুযোগ এনে দিল তরুণদের জন্য।