সিইসির সঙ্গে ইইউ প্রতিনিধি দলের বৈঠক
- সর্বশেষ আপডেট ১২:৩১:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫
- / 111
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি প্রতিনিধি দল।
ছয় সদস্যের এ প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। মঙ্গলবার সকাল ১১টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে এ বৈঠক শুরু হয়।
বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে নতুন একটি প্রকল্প নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। পাশাপাশি নির্বাচনী প্রস্তুতি, কমিশনের ভবিষ্যৎ পরিকল্পনা এবং সহযোগিতামূলক কার্যক্রম নিয়েও আলাপ হতে পারে বলে জানা গেছে।
নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানান, আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে প্রাথমিক প্রস্তুতি এবং নতুন প্রকল্পের অংশ হিসেবে ইইউ বিভিন্ন পক্ষের সঙ্গে ধারাবাহিক বৈঠক চালিয়ে যাচ্ছে।
ইসি সচিব আখতার আহমেদ আগেই জানিয়েছেন, ইইউর একটি প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দল আগামী সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে বাংলাদেশে আসবে বলে পরিকল্পনা রয়েছে।

































