সারা দেশে বজ্রবৃষ্টির সম্ভাবনা
- সর্বশেষ আপডেট ১১:৩২:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫
- / 247
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ দেশের বেশিরভাগ এলাকায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণও হতে পারে বলে জানানো হয়েছে।
আজ বৃহস্পতিবার (১২ জুন) সকাল ৬টায় প্রকাশিত ১২ ঘণ্টার বিশেষ পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকার আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। যদিও তাপমাত্রা কিছুটা কমবে, তবে বাতাসে আর্দ্রতা বেশি থাকায় গরমের অস্বস্তি থেকে যাবে।
আবহাওয়া অফিস জানিয়েছে, বর্ষা মৌসুম এখনো পুরোপুরি শুরু হয়নি। দক্ষিণাঞ্চলের কিছু এলাকায় মৌসুমি বায়ু সক্রিয় হলেও রাজধানীসহ দেশের অন্যান্য অংশে তা এখনও প্রবেশ করেনি।
পূর্বাভাসে আরও জানানো হয়েছে, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু স্থানে এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও খুলনা বিভাগের দুই-একটি জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি মাত্রার ভারি বর্ষণ হওয়ার আশঙ্কাও রয়েছে। এতে দিনের ও রাতের তাপমাত্রা সামান্য কমে আসতে পারে।
এছাড়া টাঙ্গাইল, ময়মনসিংহ, মৌলভীবাজার, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, বাগেরহাট, যশোর, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা জেলার পাশাপাশি রংপুর ও রাজশাহী বিভাগের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ কিছু এলাকায় প্রশমিত হতে পারে।
আজ ভোর ৬টায় ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৭ শতাংশ। দিনের বাকি সময়েও মেঘলা আকাশ ও বৃষ্টির সম্ভাবনায় আবহাওয়া কিছুটা সহনীয় থাকতে পারে।































