ঢাকা ০৩:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সারজিস আলমের ফেসবুক পোস্টে তুমুল আলোচনা

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৬:২০:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫
  • / 94

এশিয়ার অন্যতম শক্তিশালী ও উন্নত দেশ চীন সফরে গেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধি দল। আট সদস্যের এ দলটি গত ২৬ আগস্ট রাত ১০টায় ঢাকায় থেকে যাত্রা করে এবং ৩০ আগস্ট দেশে ফেরার কথা রয়েছে।

দলটির নেতৃত্ব দিচ্ছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তার সঙ্গে রয়েছেন সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাহিদা সারওয়ার নিভা, যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম ও যুগ্ম সদস্য সচিব তাহসিন রিয়াজ।

সফরকালে তারা চীনের একটি বিশ্ববিদ্যালয়, একটি গ্রাম এবং শিল্পপ্রতিষ্ঠান ঘুরে দেখবেন। পাশাপাশি চীনা কমিউনিস্ট পার্টির নেতাদের সঙ্গেও বৈঠক করার কর্মসূচি রয়েছে। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, এ সফর দুই দেশের জনগণ ও রাজনৈতিক দলের মধ্যে সম্পর্ক আরও জোরদার করবে।

এনসিপির প্রতিনিধিদলের চীন সফর ঘিরে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গেও মতবিনিময়ের পরিকল্পনা রয়েছে। এর আগে ঢাকায় অবস্থিত চীনা দূতাবাস ২১ আগস্ট তাদের সংবর্ধনা দেয়, যেখানে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উপস্থিত ছিলেন।

তবে সফরের মধ্যেই এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলমের একটি সামাজিক যোগাযোগমাধ্যম পোস্ট বিশেষভাবে নজর কাড়ে। শুক্রবার (২৯ আগস্ট) সকাল ১১টার দিকে দেওয়া ওই পোস্টে তিনি লেখেন; “আমরা চীনকে যতটা উন্নত ভাবি, বাস্তবে অবকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে চীন তার চেয়েও বহুগুণ এগিয়ে।”

মাত্র এক ঘণ্টার মধ্যেই পোস্টটি ভাইরাল হয়ে যায়। এতে ৮৮ হাজারের বেশি প্রতিক্রিয়া, প্রায় ১০ হাজার মন্তব্য এবং ৭৮৬ বারের বেশি শেয়ার হয়। অধিকাংশ মন্তব্যেই ইতিবাচক প্রতিক্রিয়া জানানো হয়।

এই প্রতিক্রিয়া থেকে বোঝা যায়, সফরের অভিজ্ঞতা শুধু রাজনৈতিক সম্পর্কের ক্ষেত্রেই নয়, সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সারজিস আলমের ফেসবুক পোস্টে তুমুল আলোচনা

সর্বশেষ আপডেট ০৬:২০:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫

এশিয়ার অন্যতম শক্তিশালী ও উন্নত দেশ চীন সফরে গেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধি দল। আট সদস্যের এ দলটি গত ২৬ আগস্ট রাত ১০টায় ঢাকায় থেকে যাত্রা করে এবং ৩০ আগস্ট দেশে ফেরার কথা রয়েছে।

দলটির নেতৃত্ব দিচ্ছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তার সঙ্গে রয়েছেন সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাহিদা সারওয়ার নিভা, যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম ও যুগ্ম সদস্য সচিব তাহসিন রিয়াজ।

সফরকালে তারা চীনের একটি বিশ্ববিদ্যালয়, একটি গ্রাম এবং শিল্পপ্রতিষ্ঠান ঘুরে দেখবেন। পাশাপাশি চীনা কমিউনিস্ট পার্টির নেতাদের সঙ্গেও বৈঠক করার কর্মসূচি রয়েছে। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, এ সফর দুই দেশের জনগণ ও রাজনৈতিক দলের মধ্যে সম্পর্ক আরও জোরদার করবে।

এনসিপির প্রতিনিধিদলের চীন সফর ঘিরে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গেও মতবিনিময়ের পরিকল্পনা রয়েছে। এর আগে ঢাকায় অবস্থিত চীনা দূতাবাস ২১ আগস্ট তাদের সংবর্ধনা দেয়, যেখানে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উপস্থিত ছিলেন।

তবে সফরের মধ্যেই এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলমের একটি সামাজিক যোগাযোগমাধ্যম পোস্ট বিশেষভাবে নজর কাড়ে। শুক্রবার (২৯ আগস্ট) সকাল ১১টার দিকে দেওয়া ওই পোস্টে তিনি লেখেন; “আমরা চীনকে যতটা উন্নত ভাবি, বাস্তবে অবকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে চীন তার চেয়েও বহুগুণ এগিয়ে।”

মাত্র এক ঘণ্টার মধ্যেই পোস্টটি ভাইরাল হয়ে যায়। এতে ৮৮ হাজারের বেশি প্রতিক্রিয়া, প্রায় ১০ হাজার মন্তব্য এবং ৭৮৬ বারের বেশি শেয়ার হয়। অধিকাংশ মন্তব্যেই ইতিবাচক প্রতিক্রিয়া জানানো হয়।

এই প্রতিক্রিয়া থেকে বোঝা যায়, সফরের অভিজ্ঞতা শুধু রাজনৈতিক সম্পর্কের ক্ষেত্রেই নয়, সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।