সাভারে মাদক কারবারি আটক
- সর্বশেষ আপডেট ১১:১৫:২৭ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
- / 36
সাভারের আমিনবাজার এলাকায় নিয়মিত টহল চলাকালে মাদক ও দেশীয় অস্ত্রসহ মো. আপন ইসলাম আগুন (২৬) নামে এক মাদক কারবারিকে আটক করেছে সেনাবাহিনী।
শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে আমিনবাজারের বোরদেশী মফিদ-ই-আম স্কুল প্রাঙ্গণ থেকে তাকে আটক করা হয়। আটক আপন আমিনবাজারের বোরদেশী পশ্চিমপাড়া এলাকার শামসুল হকের ছেলে।
হেমায়েতপুর আর্মি ক্যাম্প সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় বোরদেশী এলাকায় সেনাবাহিনীর নিয়মিত টহল কার্যক্রম চলাকালে মফিদ-ই-আম স্কুল প্রাঙ্গণে মাদক কেনাবেচা ও সেবন করতে দেখতে পায়। এসময় টহল দল ওই এলাকায় অভিযান চালিয়ে একজনকে হাতেনাতে গ্রেপ্তার করে। তবে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে অন্য সহযোগীরা পালিয়ে যায়।
গ্রেপ্তার ব্যক্তির কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ৭ হাজার ৪৫০ টাকা, ২টি মোবাইল ফোন, মাদক সেবনে ব্যবহৃত ১টি সিরিঞ্জ এবং ইনজেকশনযোগ্য মাদক এফেড্রিন উদ্ধার করা হয়েছে। এছাড়া তার তল্লাশিতে ছিনতাইয়ে ব্যবহৃত দুটি ধারালো ছুরি পাওয়া যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আপন মাদক কারবারে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। পরে উদ্ধারকৃত আলামতসহ তাকে সাভার মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।


































