সাভারে বিএনপি নেতার প্রভাবে জমি দখল করে স্থাপনা নির্মাণ
- সর্বশেষ আপডেট ০৯:৩৪:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫
- / 468
সাভারের আশুলিয়ায় সাবেক ইউপি সদস্য মোহাম্মদ আলীর পৈত্রিক মালিকানার জমি জোরপূর্বক দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে মতিউর রহমান (৬২) ও কামরুন্নাহার (৬৫) নামের দুই ব্যক্তির বিরুদ্ধে।
অভিযুক্ত মতিউর রহমান ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) সংসদীয় আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির সহ-পরিবারকল্যাণ সম্পাদক ডা. দেওয়ান সালাউদ্দিন বাবুর আত্মীয় এবং কামরুন্নাহার তার সম্পর্কে চাচি। এই ভূমিদস্যুদের বিরুদ্ধে আশুলিয়া থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী মোহাম্মদ আলী।
অভিযোগ সূত্রে জানা যায়, জিরাবো সাকিনস্থ জিরাব মৌজার আরএস ৩১ দাগের ৫ শতাংশ জমি পৈত্রিক ওয়ারিশ সূত্রে ভোগদখল করে আসছিলেন মোহাম্মদ আলী। বিএস রেকর্ড ও খাজনা খারিজও তার নামে সম্পন্ন। তবে বিবাদী মতিউর রহমান ও কামরুন্নাহার গং সেই জমি দখলের পাঁয়তারা করছিলেন। গত ২৫ সেপ্টেম্বর সকাল ১০টার দিকে তারা ৭–৮ জন সন্ত্রাসীসহ লাঠিসোটা, হাতুড়ি, হ্যামার ও দেশীয় অস্ত্র নিয়ে জমিতে অনধিকার প্রবেশ করে নির্মাণকাজ শুরু করেন।
এ সময় জমির মালিক মোহাম্মদ আলী বাধা দিতে গেলে সন্ত্রাসীরা তার ওপর হামলা চালায় এবং তাকে মারধর করে। পরে আইনের আশ্রয় নিলে হত্যার হুমকিও দেওয়া হয়। বর্তমানে উক্ত জমিতে অবৈধভাবে নির্মাণকাজ অব্যাহত রেখেছে ভূমিদস্যু চক্রটি।
ভুক্তভোগী মোহাম্মদ আলী বলেন, “আমি নিজেও একজন বিএনপি সমর্থক। কিন্তু বিএনপি নেতা ও সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন বাবুর আত্মীয়-স্বজন এসে আমার সম্পত্তি জোর করে দখল করে স্থাপনা নির্মাণ শুরু করেছে। সালাউদ্দিন বাবুর ভয়ে কোনো প্রতিবাদ করার সাহস পাচ্ছি না। আমার জীবন এখন হুমকির মুখে। যেকোনো মুহূর্তে আমি ও আমার পরিবারের ওপর বড় ধরনের দুর্ঘটনা ঘটাতে পারে সালাউদ্দিন বাবুর লোকজন।”
আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বলেন, “ভুক্তভোগী থানায় অভিযোগ দায়ের করেছেন। আপাতত ওই জমিতে নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত ও জমির কাগজ যাচাই-বাছাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
অভিযুক্ত মতিউর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “থানা থেকে আমাকে কিছু বলা হয়নি। তবে কামরুন্নাহার ম্যাডাম জমির কাগজ নিয়ে মোহাম্মদ আলীকে দেখা করতে বলেছিলেন, কিন্তু তিনি আসেননি।”
এ বিষয়ে ঢাকা-১৯ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির সহ-পরিবারকল্যাণ সম্পাদক ডা. দেওয়ান সালাউদ্দিন বাবুর সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি কল কেটে দেন।
নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকা জেলা বিএনপির এক প্রভাবশালী নেতা বলেন, “দেওয়ান সালাউদ্দিন বাবু একজন ‘ঝুট সন্ত্রাসী’। তিনি ও তার পরিবারের সদস্যরা গার্মেন্টস দখল করে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছেন। ভূমিদস্যুতা, দখলদারি ও অনুসারীদের বিতর্কিত কর্মকাণ্ডে অতিষ্ঠ সাধারণ মানুষ। এ বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করছি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে যেন এমন বিতর্কিত কাউকে বিএনপি থেকে মনোনয়ন না দেওয়া হয়।”
উল্লেখ্য, গত বছরের ৫ আগস্টের পর থেকে শিল্পাঞ্চল সাভার ও আশুলিয়ায় গার্মেন্টস কারখানার ঝুট ব্যবসা জোরপূর্বক দখল, চাঁদাবাজি, লুটপাট, জমি দখলসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন ডা. দেওয়ান সালাউদ্দিন বাবুর সমর্থক বিএনপির নেতাকর্মীরা। এছাড়াও বিএনপির সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে আওয়ামী লীগের নেতাকর্মীদের পুনর্বাসন ও মামলা বাণিজ্যের অভিযোগ রয়েছে। সাম্প্রতিক সংবাদ প্রকাশের জেরে তার এক অনুসারীকে দিয়ে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা অপহরণের মামলা সাজিয়ে চরম বিতর্কের মুখে পড়েন বিএনপি নেতা সালাউদ্দিন বাবু। বিষয়টি নিয়ে পুলিশ সদর দপ্তর, গোয়েন্দা সংস্থা ও বিএনপির উচ্চপর্যায়েও অভিযোগ করেছেন ভুক্তভোগী সাংবাদিকরা।



































