ঢাকা ০৯:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৩:৩৯:০০ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
  • / 34

সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ফাইল ছবি

সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ে সাদিয়া মালেক ও সিনথিয়া মালেকের বিদেশে যাওয়া সাময়িকভাবে বন্ধ করে দিয়েছেন ঢাকার একটি আদালত।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার এ নির্দেশনা দেন ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ।

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদকের আবেদনে উল্লেখ করা হয়, সাদিয়া মালেক ও সিনথিয়া মালেকের বিরুদ্ধে উত্থাপিত দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে একটি অনুসন্ধান দল গঠন করা হয়েছে। অনুসন্ধান চলাকালে নথিপত্র পর্যালোচনা এবং গোপন সূত্রে প্রাপ্ত তথ্য থেকে জানা গেছে, অভিযুক্তদের পিতা সাবেক মন্ত্রী জাহিদ মালেকের সহায়তায় তারা দেশ ছাড়ার চেষ্টা করতে পারেন।

আবেদনে আরও বলা হয়, অভিযুক্তরা বিদেশে চলে গেলে তদন্ত কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে নিরপেক্ষ ও কার্যকর অনুসন্ধান নিশ্চিত করতে সংশ্লিষ্ট দুই ব্যক্তির বিদেশ গমনে নিষেধাজ্ঞা আরোপ করা জরুরি বলে আদালতকে অবহিত করা হয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা

সর্বশেষ আপডেট ০৩:৩৯:০০ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬

সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ে সাদিয়া মালেক ও সিনথিয়া মালেকের বিদেশে যাওয়া সাময়িকভাবে বন্ধ করে দিয়েছেন ঢাকার একটি আদালত।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার এ নির্দেশনা দেন ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ।

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদকের আবেদনে উল্লেখ করা হয়, সাদিয়া মালেক ও সিনথিয়া মালেকের বিরুদ্ধে উত্থাপিত দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে একটি অনুসন্ধান দল গঠন করা হয়েছে। অনুসন্ধান চলাকালে নথিপত্র পর্যালোচনা এবং গোপন সূত্রে প্রাপ্ত তথ্য থেকে জানা গেছে, অভিযুক্তদের পিতা সাবেক মন্ত্রী জাহিদ মালেকের সহায়তায় তারা দেশ ছাড়ার চেষ্টা করতে পারেন।

আবেদনে আরও বলা হয়, অভিযুক্তরা বিদেশে চলে গেলে তদন্ত কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে নিরপেক্ষ ও কার্যকর অনুসন্ধান নিশ্চিত করতে সংশ্লিষ্ট দুই ব্যক্তির বিদেশ গমনে নিষেধাজ্ঞা আরোপ করা জরুরি বলে আদালতকে অবহিত করা হয়।