ঢাকা ০৪:১৭ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সাবেক স্বামীর ছুরির আঘাতে তরুণীর মৃত্যু, আটক ১

নিজস্ব প্রতিবেদক, পিরোজপুর
  • সর্বশেষ আপডেট ০১:৩৫:৩১ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
  • / 66

পিরোজপুরে সুমনা আক্তার (১৮) এক তরুণী তার সাবেক স্বামী অমিত হাসানের (২৫) ছুরিকাঘাতে মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাত সাড়ে ৯ টার দিকে সদর উপজেলার ঝাটকাঠি এলাকায় এ ঘটনা ঘটে। বুধবার (২৪ ডিসেম্বর) দিবাগত রাত ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সুমনা আক্তারের মৃত্যু হয়।

নিহত সুমনা সদর উপজেলার ২ নম্বর ওয়ার্ডের ঝাটকাঠি গ্রামের ফারুক সিকদারের মেয়ে। অভিযুক্ত অমিত হাসান সদর উপজেলার শিক্ষা অফিস রোডের লুৎফর শেখের ছেলে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, প্রায় আট বছর আগে প্রেমের সম্পর্কের মাধ্যমে সুমনা ও অমিতের বিয়ে হয়। তাদের সংসারে একটি ৫ বছর বয়সী ছেলে রয়েছে। অভিযোগ রয়েছে, অমিত দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন এবং যৌতুক দাবি ও সুমনাকে শারীরিক নির্যাতন করতেন। এসব কারণে গত দুই মাস আগে সুমনা তাকে তালাক দেন।

গতকাল রাত ১০টার দিকে সুমনার মা পাশের বাসায় গেলে এই সুযোগে অমিত ছুরি নিয়ে ঘরে প্রবেশ করে তাকে ছুরিকাঘাতে মারাত্মক যখন করে। আহত সুমনার চিৎকারে পরিবার এবং আশেপাশের লোকজন ছুটে এলে সেখান থেকে পালিয়ে যায় অমিত। আহত অবস্থায় সুমনাকে জেলা হাসপাতালে নিলে সেখানেও ফের হামলার চেষ্টা চালায় অমিত। এ সময় তার স্বজন ও স্থানীয় লোকজনের সহায়তায় অভিযুক্তকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বুধবার সুমনা মারা যান। বর্তমানে তার মরদেহ জেলা হাসপাতালের মর্গে রাখা রয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন জাহান বলেন, শুনেছি গতকাল রাতে এক নারীকে তার স্বামী আঘাত করেছে। এরপরই তিনি মারা যান। আমরা আসামিকে এরেস্ট করেছি এবং তার নামে একটি হত্যা মামলা করা হয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সাবেক স্বামীর ছুরির আঘাতে তরুণীর মৃত্যু, আটক ১

সর্বশেষ আপডেট ০১:৩৫:৩১ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫

পিরোজপুরে সুমনা আক্তার (১৮) এক তরুণী তার সাবেক স্বামী অমিত হাসানের (২৫) ছুরিকাঘাতে মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাত সাড়ে ৯ টার দিকে সদর উপজেলার ঝাটকাঠি এলাকায় এ ঘটনা ঘটে। বুধবার (২৪ ডিসেম্বর) দিবাগত রাত ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সুমনা আক্তারের মৃত্যু হয়।

নিহত সুমনা সদর উপজেলার ২ নম্বর ওয়ার্ডের ঝাটকাঠি গ্রামের ফারুক সিকদারের মেয়ে। অভিযুক্ত অমিত হাসান সদর উপজেলার শিক্ষা অফিস রোডের লুৎফর শেখের ছেলে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, প্রায় আট বছর আগে প্রেমের সম্পর্কের মাধ্যমে সুমনা ও অমিতের বিয়ে হয়। তাদের সংসারে একটি ৫ বছর বয়সী ছেলে রয়েছে। অভিযোগ রয়েছে, অমিত দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন এবং যৌতুক দাবি ও সুমনাকে শারীরিক নির্যাতন করতেন। এসব কারণে গত দুই মাস আগে সুমনা তাকে তালাক দেন।

গতকাল রাত ১০টার দিকে সুমনার মা পাশের বাসায় গেলে এই সুযোগে অমিত ছুরি নিয়ে ঘরে প্রবেশ করে তাকে ছুরিকাঘাতে মারাত্মক যখন করে। আহত সুমনার চিৎকারে পরিবার এবং আশেপাশের লোকজন ছুটে এলে সেখান থেকে পালিয়ে যায় অমিত। আহত অবস্থায় সুমনাকে জেলা হাসপাতালে নিলে সেখানেও ফের হামলার চেষ্টা চালায় অমিত। এ সময় তার স্বজন ও স্থানীয় লোকজনের সহায়তায় অভিযুক্তকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বুধবার সুমনা মারা যান। বর্তমানে তার মরদেহ জেলা হাসপাতালের মর্গে রাখা রয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন জাহান বলেন, শুনেছি গতকাল রাতে এক নারীকে তার স্বামী আঘাত করেছে। এরপরই তিনি মারা যান। আমরা আসামিকে এরেস্ট করেছি এবং তার নামে একটি হত্যা মামলা করা হয়।