সাবেক সিইসি নুরুল হুদাকে হেনস্তা: জামিন পেল তিন আসামি
- সর্বশেষ আপডেট ০৮:০৮:১৮ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫
- / 171
সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদাকে প্রকাশ্যে হেনস্তার ঘটনায় দায়ের হওয়া মামলায় জামিন পেয়েছেন উত্তরা পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মো. হানিফ। একই মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন আরও দুই আসামি—প্রধান আসামি মোজাম্মেল হক ঢালী এবং উত্তরা পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. কাইয়ূম।
বুধবার (২৫ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্ল্যাহর আদালত তিন আসামির জামিন মঞ্জুর করেন। এর আগের দিন মঙ্গলবার মো. হানিফকে কারাগারে পাঠানোর আদেশ দেন অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান। সোমবার রাতে সেনাবাহিনীর একটি দল তাকে উত্তরা এলাকা থেকে গ্রেপ্তার করে। পরে মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার এসআই মো. নজরুল ইসলাম তাকে আদালতে হাজির করে কারাগারে পাঠানোর আবেদন করেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, ২২ জুন উত্তরার বাসভবন থেকে সাবেক সিইসি কে এম নুরুল হুদাকে একদল ব্যক্তি জোরপূর্বক বাইরে বের করে আনে। এরপর তার গলায় জুতার মালা পরিয়ে, জুতা দিয়ে আঘাত করে ও ডিম ছুঁড়ে হেনস্তা করা হয়। এসব ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। ঘটনার দুদিন পর, ২৪ জুন উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক সজীব হাসান বাদী হয়ে মামলা করেন।
































