ঢাকা ০৬:১৫ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সাবেক মেয়র আইভীকে ৫ মামলায় শ্যোন অ্যারেস্ট

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ
  • সর্বশেষ আপডেট ০৩:৩৮:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
  • / 74

সাবেক মেয়র আইভীকে ৫ মামলায় শ্যোন অ্যারেস্ট

সাবেক মেয়র সেলিনা হায়াত আইভীকে পাঁচটি মামলায় শ্যোন অ্যারেস্ট দেখিয়েছে পুলিশ। মঙ্গলবার (১৮ নভেম্বর) নারায়ণগঞ্জ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সেলিনা খাতুনের আদালতে সদর থানায় পুলিশের কাজে বাধা দেওয়ার একটি মামলার শুনানি হয়। একই দিন অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফতুল্লা মাইমুনা আকতার মনির আদালতে ফতুল্লার চারটি হত্যা মামলার শুনানিও অনুষ্ঠিত হয়।

আইভীর উপস্থিতি ছাড়াই এসব মামলার শুনানি চলাকালে তাঁর আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন বলেন, যে পাঁচ মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানো হয়েছে, সেগুলোর কোনোটিতেই তাঁর মক্কেলের নাম ছিল না। তাঁর অভিযোগ, জামিন প্রক্রিয়া ধীর করতে নতুনভাবে মামলাগুলো সাজানো হয়েছে। তিনি জানান, নিম্ন আদালতের এই আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে চ্যালেঞ্জ করা হবে।

বর্তমানে সেলিনা হায়াত আইভী কাশিমপুর কারাগারে রয়েছেন। গত ৯ মে নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ পর্যন্ত তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া পাঁচটি মামলায় হাইকোর্ট জামিন দিলেও পরে এসব জামিন স্থগিত হয়ে যায়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সাবেক মেয়র আইভীকে ৫ মামলায় শ্যোন অ্যারেস্ট

সর্বশেষ আপডেট ০৩:৩৮:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫

সাবেক মেয়র সেলিনা হায়াত আইভীকে পাঁচটি মামলায় শ্যোন অ্যারেস্ট দেখিয়েছে পুলিশ। মঙ্গলবার (১৮ নভেম্বর) নারায়ণগঞ্জ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সেলিনা খাতুনের আদালতে সদর থানায় পুলিশের কাজে বাধা দেওয়ার একটি মামলার শুনানি হয়। একই দিন অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফতুল্লা মাইমুনা আকতার মনির আদালতে ফতুল্লার চারটি হত্যা মামলার শুনানিও অনুষ্ঠিত হয়।

আইভীর উপস্থিতি ছাড়াই এসব মামলার শুনানি চলাকালে তাঁর আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন বলেন, যে পাঁচ মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানো হয়েছে, সেগুলোর কোনোটিতেই তাঁর মক্কেলের নাম ছিল না। তাঁর অভিযোগ, জামিন প্রক্রিয়া ধীর করতে নতুনভাবে মামলাগুলো সাজানো হয়েছে। তিনি জানান, নিম্ন আদালতের এই আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে চ্যালেঞ্জ করা হবে।

বর্তমানে সেলিনা হায়াত আইভী কাশিমপুর কারাগারে রয়েছেন। গত ৯ মে নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ পর্যন্ত তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া পাঁচটি মামলায় হাইকোর্ট জামিন দিলেও পরে এসব জামিন স্থগিত হয়ে যায়।