ঢাকা ০৯:১৪ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ১৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সাবেক এমপি আলী আজম ও স্ত্রীর ৮টি ব্যাংক হিসাব অবরুদ্ধ

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৩:৪৯:২০ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬
  • / 52

ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলী আজম মুকুল ও তাঁর স্ত্রীর নামে থাকা ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দিয়েছেন আদালত। আলী আজমের নামে পাঁচটি এবং তাঁর স্ত্রীর নামে তিনটি ব্যাংক হিসাব এ আদেশের আওতায় এসেছে।

ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. সাব্বির ফয়েজ বুধবার এই আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, আলী আজম মুকুলের পাঁচটি ব্যাংক হিসাবের মোট আমানত ১ কোটি ৩৯ লাখ ৮৮ হাজার ৩১৫ টাকা। তাঁর স্ত্রী জাহানারা ইয়াসমিনের তিনটি ব্যাংক হিসাবের মধ্যে আছে ৫০ লাখ ৭৫ হাজার ৫২৯ টাকা।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক ও মামলার তদন্তকারী কর্মকর্তা পিয়াস পাল ব্যাংক হিসাব অবরুদ্ধের জন্য পৃথক দুটি আবেদন করেছিলেন। আবেদনে উল্লেখ করা হয়, আসামি আলী আজম মুকুল ও তাঁর স্ত্রী জাহানারার নামে অর্জিত অস্থাবর সম্পদ হস্তান্তর, স্থানান্তর বা অন্য কোনো পন্থায় মালিকানা পরিবর্তনের চেষ্টা হচ্ছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের নামে থাকা অর্জিত অস্থাবর সম্পদ অবরুদ্ধ করা জরুরি।

এর আগে, গত বছরের ৬ অক্টোবর দুদক পৃথক দুটি মামলা দায়ের করে আলী আজম মুকুল ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সাবেক এমপি আলী আজম ও স্ত্রীর ৮টি ব্যাংক হিসাব অবরুদ্ধ

সর্বশেষ আপডেট ০৩:৪৯:২০ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬

ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলী আজম মুকুল ও তাঁর স্ত্রীর নামে থাকা ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দিয়েছেন আদালত। আলী আজমের নামে পাঁচটি এবং তাঁর স্ত্রীর নামে তিনটি ব্যাংক হিসাব এ আদেশের আওতায় এসেছে।

ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. সাব্বির ফয়েজ বুধবার এই আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, আলী আজম মুকুলের পাঁচটি ব্যাংক হিসাবের মোট আমানত ১ কোটি ৩৯ লাখ ৮৮ হাজার ৩১৫ টাকা। তাঁর স্ত্রী জাহানারা ইয়াসমিনের তিনটি ব্যাংক হিসাবের মধ্যে আছে ৫০ লাখ ৭৫ হাজার ৫২৯ টাকা।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক ও মামলার তদন্তকারী কর্মকর্তা পিয়াস পাল ব্যাংক হিসাব অবরুদ্ধের জন্য পৃথক দুটি আবেদন করেছিলেন। আবেদনে উল্লেখ করা হয়, আসামি আলী আজম মুকুল ও তাঁর স্ত্রী জাহানারার নামে অর্জিত অস্থাবর সম্পদ হস্তান্তর, স্থানান্তর বা অন্য কোনো পন্থায় মালিকানা পরিবর্তনের চেষ্টা হচ্ছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের নামে থাকা অর্জিত অস্থাবর সম্পদ অবরুদ্ধ করা জরুরি।

এর আগে, গত বছরের ৬ অক্টোবর দুদক পৃথক দুটি মামলা দায়ের করে আলী আজম মুকুল ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে।