সাবেক আইজিপির ‘ক্যাশিয়ার’ রিফাত নিলয় গ্রেফতার
- সর্বশেষ আপডেট ০৮:৩৫:১১ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬
- / 8
ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) ধানমন্ডি থেকে সাবেক আইজিপি বেনজীর আহমেদের ‘ক্যাশিয়ার’ হিসেবে পরিচিত রিফাত নিলয় জোয়ার্দারকে গ্রেফতার করেছে।
ডিবির প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম জানান, তার বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ রয়েছে এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাচ্ছে।
মঙ্গলবার রাতে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
তদন্তে উঠে এসেছে, রিফাত নিলয় জোয়ার্দার জুলাই আন্দোলন দমনে অর্থ সরবরাহের কাজে যুক্ত ছিলেন। বিভিন্ন উৎস থেকে অর্থ সংগ্রহ করে নির্দিষ্ট ব্যক্তিদের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব তার ছিল। একাধিক হত্যা মামলার আসামি থাকা সত্ত্বেও দীর্ঘদিন তিনি প্রকাশ্যে চলাফেরা করেছেন।
সূত্রের দাবি, সাবেক এসবি প্রধান মনিরুল ইসলাম ও বেনজীর আহমেদের দখলে থাকা রাজধানীর ফ্ল্যাটগুলোর ব্যবস্থাপনা রিফাত নিলয়ের তত্ত্বাবধানে ছিল। প্রতিমাসে ভাড়া আদায় করে সেই অর্থ বেনজীর ও মনিরুলের কাছে পাঠাতেন।
ডিবি জানিয়েছে, গ্রেফতারের পর তার আর্থিক লেনদেন, সম্পত্তি ব্যবস্থাপনা ও আন্দোলন দমনে অর্থায়নের নেটওয়ার্ক খতিয়ে দেখা হচ্ছে। এর মাধ্যমে সাবেক উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তাদের সঙ্গে সংশ্লিষ্ট আর্থিক অনিয়ম ও অবৈধ সম্পদ ব্যবস্থাপনার একটি বিস্তৃত চিত্র সামনে আসতে পারে। তদন্তে আরও কারা জড়িত, তা যাচাই করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।




































