ঢাকা ১১:৫১ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
বিজিবির অভিযানে

সাতক্ষীরায় ৭ কোটি টাকার ভারতীয় পণ্য ও ফেনসিডিল জব্দ

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা
  • সর্বশেষ আপডেট ০৮:৫৭:০৭ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
  • / 143

বিজিবির অভিযান

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে বিশেষ অভিযানে প্রায় ৭ কোটি ৪০ লাখ টাকার ভারতীয় পণ্য ও ফেনসিডিল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (১২ অক্টোবর) সন্ধ্যায় ৩৩ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।

বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হকের সার্বিক নির্দেশনায় ভোমরা আইসিপি সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, ভারতীয় খৈলবাহী একটি ট্রাকে শুল্ক ফাঁকি দিয়ে উন্নতমানের শাড়ি, থ্রি-পিস, ব্লাউজ ও ফেনসিডিল বাংলাদেশে আনা হচ্ছে। ট্রাকটিকে থামতে নির্দেশ দিলে চালক তা অমান্য করে দ্রুত কাস্টমস পার্কিং এলাকায় ঢুকে পড়ে। বিজিবি সদস্যরা অনুসরণ করে সেখানে গিয়ে দেখতে পান—ভারতীয় ট্রাক থেকে মালামাল বাংলাদেশি দুটি ট্রাকে নামানো হচ্ছে। টহল দলের উপস্থিতি বুঝতে পেরে সংশ্লিষ্টরা পালিয়ে যায়।

পরবর্তীতে তল্লাশিতে পাওয়া যায়—২০ হাজার কেজি ভারতীয় খৈল, ২ হাজার ৪৮৯ পিস অতি উন্নতমানের শাড়ি, ২ হাজার ১০০ পিস উন্নতমানের শাড়ি, ৩৫৮ পিস অতি উন্নতমানের থ্রি-পিস, ১৫০ পিস উন্নতমানের থ্রি-পিস, ২০৫ পিস ব্লাউজ, ১৫০ বোতল ফেনসিডিল এবং তিনটি ট্রাক।

বিজিবির হিসাব অনুযায়ী, জব্দ করা এসব পণ্য ও ট্রাকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৭ কোটি ৩৯ লাখ ২১ হাজার ৫০০ টাকা। উদ্ধারকৃত মালামাল ও ট্রাকগুলো আইনি প্রক্রিয়া অনুসারে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তরের কার্যক্রম চলছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বিজিবির অভিযানে

সাতক্ষীরায় ৭ কোটি টাকার ভারতীয় পণ্য ও ফেনসিডিল জব্দ

সর্বশেষ আপডেট ০৮:৫৭:০৭ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে বিশেষ অভিযানে প্রায় ৭ কোটি ৪০ লাখ টাকার ভারতীয় পণ্য ও ফেনসিডিল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (১২ অক্টোবর) সন্ধ্যায় ৩৩ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।

বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হকের সার্বিক নির্দেশনায় ভোমরা আইসিপি সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, ভারতীয় খৈলবাহী একটি ট্রাকে শুল্ক ফাঁকি দিয়ে উন্নতমানের শাড়ি, থ্রি-পিস, ব্লাউজ ও ফেনসিডিল বাংলাদেশে আনা হচ্ছে। ট্রাকটিকে থামতে নির্দেশ দিলে চালক তা অমান্য করে দ্রুত কাস্টমস পার্কিং এলাকায় ঢুকে পড়ে। বিজিবি সদস্যরা অনুসরণ করে সেখানে গিয়ে দেখতে পান—ভারতীয় ট্রাক থেকে মালামাল বাংলাদেশি দুটি ট্রাকে নামানো হচ্ছে। টহল দলের উপস্থিতি বুঝতে পেরে সংশ্লিষ্টরা পালিয়ে যায়।

পরবর্তীতে তল্লাশিতে পাওয়া যায়—২০ হাজার কেজি ভারতীয় খৈল, ২ হাজার ৪৮৯ পিস অতি উন্নতমানের শাড়ি, ২ হাজার ১০০ পিস উন্নতমানের শাড়ি, ৩৫৮ পিস অতি উন্নতমানের থ্রি-পিস, ১৫০ পিস উন্নতমানের থ্রি-পিস, ২০৫ পিস ব্লাউজ, ১৫০ বোতল ফেনসিডিল এবং তিনটি ট্রাক।

বিজিবির হিসাব অনুযায়ী, জব্দ করা এসব পণ্য ও ট্রাকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৭ কোটি ৩৯ লাখ ২১ হাজার ৫০০ টাকা। উদ্ধারকৃত মালামাল ও ট্রাকগুলো আইনি প্রক্রিয়া অনুসারে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তরের কার্যক্রম চলছে।