সাতক্ষীরায় মেয়াদোত্তীর্ণ ও নিষিদ্ধ ওষুধের বিরুদ্ধে বিজিবির অভিযান
- সর্বশেষ আপডেট ০৫:৫১:৫০ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫
- / 106
জনস্বাস্থ্য সুরক্ষায় সাতক্ষীরায় মেয়াদোত্তীর্ণ, নিষিদ্ধ ও ফিজিশিয়ান স্যাম্পল জাতীয় ওষুধ বিক্রির বিরুদ্ধে টাস্কফোর্স অভিযান পরিচালনা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (২৫ আগস্ট) সকাল ৯টা ৩০ মিনিট থেকে দুপুর ১২টা পর্যন্ত সদর উপজেলার ব্রক্ষ্মরাজপুর বাজার এলাকায় এ অভিযান চালানো হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক মো. আশরাফুল হকের দিকনির্দেশনায় পরিচালিত এ অভিযানে বিজিবি সদস্যদের পাশাপাশি ঔষধ প্রশাসন অধিদপ্তর, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ সদস্যরা অংশ নেন। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, বাজারের কয়েকটি ফার্মেসিতে নিষিদ্ধ ওষুধ এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করা হচ্ছে, যা সাধারণ মানুষের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে।
অভিযানে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তাজুল ইসলামের নেতৃত্বে মেসার্স শিবনাথ মেডিকেল হলের মালিক পলাশ কুমার সাহাকে ৫,০০০ টাকা, মেসার্স জয়া মেডিকেল হলের মালিক দিলীপ কুমার সাহাকে ১০,০০০ টাকা এবং মেসার্স সালমান মেডিকেলের মালিক মো. সেলিম হোসেনকে ৩,০০০ টাকা জরিমানা করা হয়। মোট ১৮,০০০ টাকা জরিমানার পাশাপাশি জব্দকৃত নিষিদ্ধ, মেয়াদোত্তীর্ণ ও স্যাম্পল ওষুধ জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযানে বিজিবির পক্ষে উপস্থিত ছিলেন সহকারী পরিচালক বেগ আব্দুল্লাহ আল মাসুমসহ ২০ জন বিজিবি সদস্য, ঔষধ প্রশাসনের পরিদর্শক মো. বাশারাফ হোসেন এবং ৫ জন পুলিশ সদস্য।
এ সময় স্থানীয়রা বিজিবি ও প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানান এবং নিয়মিত এমন অভিযান চালানোর আহ্বান জানান। বিজিবি সূত্র জানিয়েছে, জনস্বাস্থ্য রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

































