সাতক্ষীরায় ভুয়া সাংবাদিক সেজে চাঁদাবাজি, যুবক আটক
- সর্বশেষ আপডেট ১০:৪৮:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
- / 136
সাতক্ষীরার শ্যামনগরে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে মেহেদী হাসান (২৭) নামে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে পৌর সদরের মহসীন কলেজ সড়কে এ ঘটনা ঘটে। তিনি উপজেলার খাসকাটা আবাদচন্ডিপুর গ্রামের এবাদুল মোল্যার ছেলে।
স্থানীয় সূত্র জানায়, ইজিবাইক মিস্ত্রী সাব্বির হোসেন সজিবের কাছে ২০ হাজার টাকা দাবি করে মেহেদী। এর আগে ব্ল্যাকমেইল করে তার কাছ থেকে ১০ হাজার টাকা আদায় করেছিল বলে অভিযোগ রয়েছে। শুক্রবার টাকা নিতে আসার সময় স্থানীয়রা তাকে ধরে পুলিশের হাতে তুলে দেন।
ভুক্তভোগী সজিব জানান, মাদক গ্রহণের অভিযোগ তুলে সংবাদ প্রকাশের ভয় দেখিয়ে টাকা আদায় করেছিল মেহেদী ও তার সহযোগী সাগর। আজ আবার টাকা নিতে আসলে স্থানীয়রা তাকে ধরে ফেলে।
আরেকজন জানান, পুলিশের হাতে তুলে দেওয়ার ভয় দেখিয়ে বিভিন্ন সময়ে ২২ হাজার টাকা আদায় করেছে এই চক্র।
শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি সামিউল মনির বলেন, মেহেদী আগে মোটরসাইকেল ভাড়া চালাতো এবং পুলিশের সোর্স হিসেবে কাজ করতো। পরে নামসর্বস্ব একটি অনলাইন সংবাদপত্র খুলে সাংবাদিক পরিচয় নেয়। তার মতো ভূইফোঁড়দের কারণে সাংবাদিক সমাজ বিব্রত হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, মেহেদীর নেতৃত্বে ৭-৮ জনের একটি সংঘবদ্ধ চক্র শ্যামনগর ও সুন্দরবন এলাকায় দীর্ঘদিন ধরে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি করছে। ব্যবসায়ী, গুরুত্বপূর্ণ ব্যক্তি ও এমনকি সরকারি কর্মকর্তারাও তাদের টার্গেটে পড়েছেন।
শ্যামনগর থানার ওসি হুমায়ুন কবির জানান, প্রথমে ১০ হাজার টাকা নেওয়ার পর আবার ২০ হাজার টাকা নিতে গেলে স্থানীয়রা তাকে আটক করে। দৈনিক সাতক্ষীরা দিগন্ত নামে একটি অনলাইন খুলে নিজেকে সম্পাদক পরিচয় দিয়ে চাঁদাবাজির অভিযোগ পাওয়া যাচ্ছে। এ ঘটনায় ভুক্তভোগী সাব্বির হোসেন লিখিত অভিযোগ দিয়েছেন। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


































