সাতক্ষীরায় ভারতীয় মাদক ও মালামাল উদ্ধার
- সর্বশেষ আপডেট ০৭:২৮:০৬ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
- / 154
সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে প্রায় ১২ লাখ ৮০ হাজার টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)। বুধবার (৩ সেপ্টেম্বর) বিভিন্ন সীমান্ত এলাকায় একযোগে অভিযান চালিয়ে ২০০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ, পাঁচ বোতল মদসহ ভারতীয় ওষুধ, শাড়ি, কসমেটিকস ও গৃহস্থালি সামগ্রী আটক করা হয়।
বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভোমরা, চান্দুরিয়া, বাকাল চেকপোস্টসহ একাধিক বিওপি এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসব পণ্য শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে বাংলাদেশে পাচার করা হচ্ছিল।
অভিযানে উদ্ধারকৃত মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। মাদকদ্রব্যগুলো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে হস্তান্তর করে জনসম্মুখে ধ্বংস করা হবে। বিজিবি আরও জানিয়েছে, স্থানীয় শিল্প রক্ষা এবং যুব সমাজকে মাদকের প্রভাব থেকে বাঁচাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



































