ঢাকা ০১:৪০ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সাতক্ষীরায় বিএনপির বিজয় মিছিল

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা
  • সর্বশেষ আপডেট ০৮:১৩:৪৯ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫
  • / 159

সাতক্ষীরায় বিএনপির বিজয় মিছিল

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার পতনের বর্ষপূর্তি উপলক্ষে সাতক্ষীরায় বিজয় মিছিল করেছে বিএনপি। মঙ্গলবার (৬ আগস্ট) বিকেল ৫টায় শহরের ইটাগাছায় পথসভা শেষে হাজারো নেতাকর্মী বিজয় মিছিলে অংশ নেন।

পথসভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক রহমতউল্লাহ পলাশ, যুগ্ম আহ্বায়ক তাজকিন আহমেদ চিশতি, মনিরুল ইসলাম, হাদী, সদস্যসচিব আবু জাহিদ ডাবলুসহ আরও অনেকে।

বক্তারা বলেন, “৫ আগস্টের ছাত্রনেতাদের আমরা সম্মান জানাই, কিন্তু মনে রাখতে হবে; তুষের আগুন আমরাই তৈরি করেছিলাম। আমাদের পূর্বের ইতিহাস ভুলে গেলে চলবে না। যখনই ‘জুলাই আন্দোলনের’ কথা বলবেন, তখন ২০০৯ থেকে শুরু করে ২০২৪ সালের জুলাই-আগস্ট পর্যন্ত বলতে হবে। যেখানে আমাদের ভাই-বোনেরা গুম হয়েছেন, আহত হয়েছেন, প্রাণ হারিয়েছেন।”

তারা আরও বলেন, “নির্বাচনের দামামা বেজে গেছে। আমরা বাংলাদেশের প্রতিটি নির্বাচনী আসনে জনগণের আস্থা অর্জন করে ধানের শীষকে বিজয়ী করব।”

সভা শেষে একটি বর্ণাঢ্য বিজয় র‍্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সাতক্ষীরায় বিএনপির বিজয় মিছিল

সর্বশেষ আপডেট ০৮:১৩:৪৯ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার পতনের বর্ষপূর্তি উপলক্ষে সাতক্ষীরায় বিজয় মিছিল করেছে বিএনপি। মঙ্গলবার (৬ আগস্ট) বিকেল ৫টায় শহরের ইটাগাছায় পথসভা শেষে হাজারো নেতাকর্মী বিজয় মিছিলে অংশ নেন।

পথসভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক রহমতউল্লাহ পলাশ, যুগ্ম আহ্বায়ক তাজকিন আহমেদ চিশতি, মনিরুল ইসলাম, হাদী, সদস্যসচিব আবু জাহিদ ডাবলুসহ আরও অনেকে।

বক্তারা বলেন, “৫ আগস্টের ছাত্রনেতাদের আমরা সম্মান জানাই, কিন্তু মনে রাখতে হবে; তুষের আগুন আমরাই তৈরি করেছিলাম। আমাদের পূর্বের ইতিহাস ভুলে গেলে চলবে না। যখনই ‘জুলাই আন্দোলনের’ কথা বলবেন, তখন ২০০৯ থেকে শুরু করে ২০২৪ সালের জুলাই-আগস্ট পর্যন্ত বলতে হবে। যেখানে আমাদের ভাই-বোনেরা গুম হয়েছেন, আহত হয়েছেন, প্রাণ হারিয়েছেন।”

তারা আরও বলেন, “নির্বাচনের দামামা বেজে গেছে। আমরা বাংলাদেশের প্রতিটি নির্বাচনী আসনে জনগণের আস্থা অর্জন করে ধানের শীষকে বিজয়ী করব।”

সভা শেষে একটি বর্ণাঢ্য বিজয় র‍্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন।