ঢাকা ০১:৪০ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সাতক্ষীরা-২ আসনে বিএনপির মনোনয়ন ঘিরে বিক্ষোভ মশাল মিছিল

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা
  • সর্বশেষ আপডেট ০৮:৩৫:২৯ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
  • / 115

সাতক্ষীরা-২ আসনে বিএনপির মনোনয়ন ঘিরে বিক্ষোভ মশাল মিছিল

সাতক্ষীরা-২ আসনে বিএনপির ঘোষিত প্রার্থী পরিবর্তনের দাবিতে ক্ষুব্ধ নেতাকর্মীরা বিক্ষোভ ও মশাল মিছিল করেছেন। বুধবার (১৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের বিসিক শিল্পনগরী মোড়ে সড়ক অবরোধের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়।

বিক্ষোভকারীরা জানান, এই আসনে জেলা বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুল আলীমকে মনোনয়ন দিতে হবে। বহিষ্কৃত নেতা আব্দুর রউফকে কীভাবে প্রার্থী করা হলো—এ প্রশ্নও তুলেছেন তারা। তাদের দাবি, দল সিদ্ধান্ত পুনর্বিবেচনা না করলে আন্দোলন চলতে থাকবে।

এর আগের দিন, মঙ্গলবারও আমতলায় একই দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন স্থানীয় নেতাকর্মীরা।

নেতাকর্মীরা বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আব্দুর রউফকে বহিষ্কার করা হয়েছিল। তাই তার মনোনয়ন গ্রহণযোগ্য নয়। দ্রুত সিদ্ধান্ত পরিবর্তনের আহ্বান জানান তারা।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সাতক্ষীরা-২ আসনে বিএনপির মনোনয়ন ঘিরে বিক্ষোভ মশাল মিছিল

সর্বশেষ আপডেট ০৮:৩৫:২৯ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫

সাতক্ষীরা-২ আসনে বিএনপির ঘোষিত প্রার্থী পরিবর্তনের দাবিতে ক্ষুব্ধ নেতাকর্মীরা বিক্ষোভ ও মশাল মিছিল করেছেন। বুধবার (১৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের বিসিক শিল্পনগরী মোড়ে সড়ক অবরোধের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়।

বিক্ষোভকারীরা জানান, এই আসনে জেলা বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুল আলীমকে মনোনয়ন দিতে হবে। বহিষ্কৃত নেতা আব্দুর রউফকে কীভাবে প্রার্থী করা হলো—এ প্রশ্নও তুলেছেন তারা। তাদের দাবি, দল সিদ্ধান্ত পুনর্বিবেচনা না করলে আন্দোলন চলতে থাকবে।

এর আগের দিন, মঙ্গলবারও আমতলায় একই দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন স্থানীয় নেতাকর্মীরা।

নেতাকর্মীরা বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আব্দুর রউফকে বহিষ্কার করা হয়েছিল। তাই তার মনোনয়ন গ্রহণযোগ্য নয়। দ্রুত সিদ্ধান্ত পরিবর্তনের আহ্বান জানান তারা।