ঢাকা ১১:১৯ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সাতক্ষীরা-২ আসনে আলীমকে বিএনপি প্রার্থী করার দাবিতে মশাল মিছিল

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা
  • সর্বশেষ আপডেট ০৮:০৩:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
  • / 78

মশাল মিছিল

সাতক্ষীরা-২ আসনে বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে বিক্ষোভ ও মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সাতক্ষীরা সদরের বিনেরপোতা এলাকা থেকে মশাল মিছিলটি শুরু হয়ে মহাসড়কের ঋশিল্পী এলাকা ঘুরে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়।

মশাল মিছিল ও বিক্ষোভে বিএনপির বিভিন্ন পর্যায়ের হাজারো নেতাকর্মী ও সমর্থক অংশ নেন। তাদের অভিযোগ, এই আসনে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে বিএনপির বহিষ্কৃত নেতা আব্দুর রউফকে। বিক্ষোভকারীরা জানান, এই সিদ্ধান্ত তারা মেনে নেবেন না। তাদের দাবি—সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, সাবেক সদস্য সচিব এবং টানা সাতবার লাবসা ইউপি চেয়ারম্যান আব্দুল আলীমকে মনোনয়ন দিতে হবে।

তারা আরও ঘোষণা দেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।

উল্লেখ্য, গত ৩ নভেম্বর সাতক্ষীরা-২ আসনে আব্দুর রউফকে প্রার্থী ঘোষণা করেন বিএনপির মহাসচিব। ঘোষণা রাতেই স্থানীয় বিএনপির একাংশ মশাল মিছিল, সড়ক অবরোধসহ বিভিন্ন কর্মসূচি দিয়ে প্রার্থী পরিবর্তনের দাবিতে আন্দোলন শুরু করে।
আব্দুল আলীম ২০১৩ থেকে ২০১৬ সাল পর্যন্ত জেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং ২০১৮ থেকে ২০২৫ সাল পর্যন্ত জেলা বিএনপির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া ১৯৮৮ সাল থেকে এখন পর্যন্ত লাবসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সাতক্ষীরা-২ আসনে আলীমকে বিএনপি প্রার্থী করার দাবিতে মশাল মিছিল

সর্বশেষ আপডেট ০৮:০৩:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫

সাতক্ষীরা-২ আসনে বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে বিক্ষোভ ও মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সাতক্ষীরা সদরের বিনেরপোতা এলাকা থেকে মশাল মিছিলটি শুরু হয়ে মহাসড়কের ঋশিল্পী এলাকা ঘুরে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়।

মশাল মিছিল ও বিক্ষোভে বিএনপির বিভিন্ন পর্যায়ের হাজারো নেতাকর্মী ও সমর্থক অংশ নেন। তাদের অভিযোগ, এই আসনে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে বিএনপির বহিষ্কৃত নেতা আব্দুর রউফকে। বিক্ষোভকারীরা জানান, এই সিদ্ধান্ত তারা মেনে নেবেন না। তাদের দাবি—সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, সাবেক সদস্য সচিব এবং টানা সাতবার লাবসা ইউপি চেয়ারম্যান আব্দুল আলীমকে মনোনয়ন দিতে হবে।

তারা আরও ঘোষণা দেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।

উল্লেখ্য, গত ৩ নভেম্বর সাতক্ষীরা-২ আসনে আব্দুর রউফকে প্রার্থী ঘোষণা করেন বিএনপির মহাসচিব। ঘোষণা রাতেই স্থানীয় বিএনপির একাংশ মশাল মিছিল, সড়ক অবরোধসহ বিভিন্ন কর্মসূচি দিয়ে প্রার্থী পরিবর্তনের দাবিতে আন্দোলন শুরু করে।
আব্দুল আলীম ২০১৩ থেকে ২০১৬ সাল পর্যন্ত জেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং ২০১৮ থেকে ২০২৫ সাল পর্যন্ত জেলা বিএনপির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া ১৯৮৮ সাল থেকে এখন পর্যন্ত লাবসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।