ঢাকা ০৩:৩০ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মরদেহ উদ্ধার

সিনিয়র প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৬:৪১:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫
  • / 141

সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মরদেহ উদ্ধার

লেখক-সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মরদেহ মেঘনা নদীতে উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২২ আগস্ট) বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) রমনা বিভাগের উপপুলিশ কমিশনার মো. মাসুদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মেঘনা নদী থেকে বিভুরঞ্জন সরকারের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বিভুরঞ্জন সরকার দৈনিক আজকের পত্রিকার সিনিয়র সহকারী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। গত বৃহস্পতিবার সকাল ৯টা ১৫ মিনিটে তিনি একটি লেখা বিডিনিউজ২৪ ডটকমে পাঠান। পরিবারের সদস্যরা জানান, সকাল ১০টার দিকে তিনি অফিসে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হন। কিন্তু আর ফিরে আসেননি।

অনুসন্ধানে জানা যায়, বাসা থেকে বের হয়ে রাজধানীর ফর্চুন মার্কেটের সামনে তিনি একটি মোটরসাইকেলে ওঠেন। এ প্রসঙ্গে ডিএমপি রমনা বিভাগের উপকমিশনার মো. মাসুদ আলম বলেন, “সিসিটিভি ফুটেজে দেখা গেছে তিনি মোটরসাইকেলে উঠেছেন। তদন্ত চলছে, বাইকটি উদ্ধার হলে অনেক প্রশ্নের উত্তর মিলবে।”

এর আগে বৃহস্পতিবার রাতে বিভুরঞ্জন সরকারের ছেলে ঋত সরকার রমনা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডিতে উল্লেখ করা হয়, বাসা থেকে বের হওয়ার সময় তিনি মোবাইল ফোন রেখে গিয়েছিলেন। রাত ৯টার মধ্যে বাড়ি না ফেরায় পরিবার আজকের পত্রিকার সম্পাদক কামরুল হাসানের সঙ্গে যোগাযোগ করলে জানা যায়, তিনি অফিসেও যাননি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে পাননি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মরদেহ উদ্ধার

সর্বশেষ আপডেট ০৬:৪১:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫

লেখক-সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মরদেহ মেঘনা নদীতে উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২২ আগস্ট) বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) রমনা বিভাগের উপপুলিশ কমিশনার মো. মাসুদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মেঘনা নদী থেকে বিভুরঞ্জন সরকারের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বিভুরঞ্জন সরকার দৈনিক আজকের পত্রিকার সিনিয়র সহকারী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। গত বৃহস্পতিবার সকাল ৯টা ১৫ মিনিটে তিনি একটি লেখা বিডিনিউজ২৪ ডটকমে পাঠান। পরিবারের সদস্যরা জানান, সকাল ১০টার দিকে তিনি অফিসে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হন। কিন্তু আর ফিরে আসেননি।

অনুসন্ধানে জানা যায়, বাসা থেকে বের হয়ে রাজধানীর ফর্চুন মার্কেটের সামনে তিনি একটি মোটরসাইকেলে ওঠেন। এ প্রসঙ্গে ডিএমপি রমনা বিভাগের উপকমিশনার মো. মাসুদ আলম বলেন, “সিসিটিভি ফুটেজে দেখা গেছে তিনি মোটরসাইকেলে উঠেছেন। তদন্ত চলছে, বাইকটি উদ্ধার হলে অনেক প্রশ্নের উত্তর মিলবে।”

এর আগে বৃহস্পতিবার রাতে বিভুরঞ্জন সরকারের ছেলে ঋত সরকার রমনা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডিতে উল্লেখ করা হয়, বাসা থেকে বের হওয়ার সময় তিনি মোবাইল ফোন রেখে গিয়েছিলেন। রাত ৯টার মধ্যে বাড়ি না ফেরায় পরিবার আজকের পত্রিকার সম্পাদক কামরুল হাসানের সঙ্গে যোগাযোগ করলে জানা যায়, তিনি অফিসেও যাননি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে পাননি।