সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন
- সর্বশেষ আপডেট ০১:২৪:০১ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫
- / 242
দৈনিক প্রতিদিনের গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জ জেলা, হোসেনপুর ও কুলিয়ারচর উপজেলায় মানববন্ধন কর্মসূচি পালন করেছেন জেলা ও উপজেলা পর্যায়ের সাংবাদিকরা।
শনিবার (৯ আগস্ট) দুপুরে জেলা শহরের কালীবাড়ি মোড় সংলগ্ন বিজয় চত্বরে বাংলাদেশ সাংবাদিক সংস্থা কিশোরগঞ্জ জেলা ইউনিট মানববন্ধনের আয়োজন করে। একই দিনে হোসেনপুর উপজেলা প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের উদ্যোগে পৌর শহরের হাসপাতাল মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এছাড়া সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে জেলার কুলিয়ারচর উপজেলা সাংবাদিক সমাজের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, শুধু সাংবাদিক তুহিনকে হত্যা করা হয়নি, গাজীপুরে আরেক সাংবাদিককে নৃশংসভাবে নির্যাতন করা হয়েছে। সারা দেশে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে, যা দেশে এক ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করেছে।
মানববন্ধনে বক্তারা তুহিন হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি সাংবাদিকদের ওপর নির্যাতন, মিথ্যা মামলা ও হয়রানি বন্ধের আহ্বান জানান।
মানববন্ধনে কিশোরগঞ্জ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা এবং হোসেনপুর ও কুলিয়ারচর উপজেলার বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
































