সহিংসতা দমনে ইরানে তিন হাজার গ্রেফতারের দাবি
- সর্বশেষ আপডেট ০৭:০৬:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬
- / 46
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬ তারিখে তেহরানে সন্ত্রাসী ও সশস্ত্র দাঙ্গাবাজদের হাতে নিহত প্রায় ১০০ সামরিক বাহিনী এবং সাধারণ নাগরিকের এক বিশাল জানাজায় ইরানিরা অংশগ্রহণ করেন।
সাম্প্রতিক সহিংসতা ও দাঙ্গার ঘটনায় জড়িত থাকার অভিযোগে বিভিন্ন ‘সন্ত্রাসী গোষ্ঠী’র প্রায় তিন হাজার সদস্যকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি করেছে ইরানের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
শুক্রবার তেহরানের জুমার নামাজের খতিব এবং বিভিন্ন প্রাদেশিক কর্মকর্তারা এ তথ্য জানান। তাদের ভাষ্য অনুযায়ী, গ্রেফতারদের মধ্যে সহিংসতার মূল উসকানিদাতা, ইসরায়েলের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তি এবং সশস্ত্র হামলায় জড়িতরা রয়েছেন।
নিরাপত্তা কর্মকর্তারা বলেন, আটক অনেকেই জননিরাপত্তা বাহিনীর ওপর হামলা, মসজিদে অগ্নিসংযোগ এবং সরকারি সম্পত্তি ধ্বংসের মতো গুরুতর অপরাধে সরাসরি যুক্ত ছিলেন।
তেহরানের অন্তর্বর্তীকালীন জুমার খতিব সাইয়্যেদ আহমদ খাতামি খুতবায় চলমান অস্থিরতাকে ‘সন্ত্রাসী যুদ্ধ’ আখ্যা দিয়ে এর পেছনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সরাসরি সম্পৃক্ততার অভিযোগ তোলেন।
তিনি বলেন, ইসলামি ব্যবস্থা কয়েক লাখ শহীদের রক্তের বিনিময়ে প্রতিষ্ঠিত হয়েছে এবং দেশ রক্ষায় কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। দাঙ্গাকারীদের জন্য কঠোরতম বিচার নিশ্চিত করার দাবি জানান তিনি। পাশাপাশি মুদ্রাস্ফীতি ও ক্রমবর্ধমান দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে সরকারের প্রতিও আহ্বান জানান খাতামি।



































