শিরোনাম
সলিমুল্লাহ মেডিকেল কলেজ বন্ধ ঘোষণা
নিজস্ব প্রতিবেদক
- সর্বশেষ আপডেট ০৮:০৬:১২ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
- / 67
সাম্প্রতিক ভূমিকম্পের পর উদ্ভূত পরিস্থিতির কারণে পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের সব একাডেমিক কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। আগামী ৩০ নভেম্বর পর্যন্ত কলেজ বন্ধ থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
রোববার (২৩ নভেম্বর) কলেজের অধ্যক্ষ ডা. মাজহারুল ইসলাম শাহীন জানান, ভূমিকম্পের পর শিক্ষার্থীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে ক্লাস, পরীক্ষা ও অন্যান্য একাডেমিক কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হচ্ছে।
তিনি আরও বলেন, “বর্তমান পরিস্থিতিতে শিক্ষার্থীদের নিরাপত্তাই প্রধান বিবেচ্য। তাই কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। ছাত্র-ছাত্রীদের হলে না থাকার নির্দেশ দেওয়া হলেও অনেকেই এখনও হলে অবস্থান করছে। পরিস্থিতি স্থিতিশীল হলে দ্রুতই নিয়মিত কার্যক্রম পুনরায় চালু করা হবে।”
































