ঢাকা ০৩:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
তারেক রহমান

সরকারের ভুল সিদ্ধান্তে ফ্যাসিস্ট উত্থানের ঝুঁকি

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৭:০২:১০ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫
  • / 180

তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ড. ইউনূস সরকারের যেকোনো ভুল সিদ্ধান্ত দেশে ফ্যাসিস্ট শক্তির উত্থান ঘটাতে পারে। তিনি মনে করেন, জনগণের অধিকারের বিরুদ্ধে নেওয়া প্রতিটি পদক্ষেপ স্বৈরতন্ত্রকে উসকে দেয়।

বুধবার (৩০ জুলাই) ‘নারকীয় আশুলিয়া স্মরণে’ আয়োজিত এক ভার্চুয়াল সমাবেশে এসব কথা বলেন তিনি। এ সময় আশুলিয়ায় ৩০ জুলাই নিহতদের স্মরণে একটি স্থায়ী স্মৃতিস্তম্ভ নির্মাণের প্রতিশ্রুতিও দেন তারেক রহমান।

তিনি বলেন, “যে সরকার মানুষের জান-মালের নিরাপত্তা দিতে ব্যর্থ, সে সরকার যখন দমন-পীড়নকেই টিকিয়ে রাখার উপায় মনে করে; তখনই ফ্যাসিস্ট শক্তির উত্থান ঘটে। আমরা অতীতে এর দৃষ্টান্ত দেখেছি, আবারও দেখছি।”

তারেক রহমান আরও বলেন, আশুলিয়ার সেই ভয়াবহ ঘটনার ন্যায়বিচার না হওয়ায় আজও এ ধরনের হামলার পুনরাবৃত্তি হচ্ছে। তিনি মনে করেন, জনগণের ভোটাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত না করলে রাজনৈতিক হত্যাকাণ্ড থামবে না।

সমাবেশে তিনি দলীয় নেতাকর্মীদের শান্তিপূর্ণভাবে গণতন্ত্র পুনরুদ্ধারে কাজ করার আহ্বান জানান এবং জুলাই শহীদদের স্মরণে প্রতিবছর কেন্দ্রীয়ভাবে কর্মসূচি পালনের ঘোষণা দেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

তারেক রহমান

সরকারের ভুল সিদ্ধান্তে ফ্যাসিস্ট উত্থানের ঝুঁকি

সর্বশেষ আপডেট ০৭:০২:১০ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ড. ইউনূস সরকারের যেকোনো ভুল সিদ্ধান্ত দেশে ফ্যাসিস্ট শক্তির উত্থান ঘটাতে পারে। তিনি মনে করেন, জনগণের অধিকারের বিরুদ্ধে নেওয়া প্রতিটি পদক্ষেপ স্বৈরতন্ত্রকে উসকে দেয়।

বুধবার (৩০ জুলাই) ‘নারকীয় আশুলিয়া স্মরণে’ আয়োজিত এক ভার্চুয়াল সমাবেশে এসব কথা বলেন তিনি। এ সময় আশুলিয়ায় ৩০ জুলাই নিহতদের স্মরণে একটি স্থায়ী স্মৃতিস্তম্ভ নির্মাণের প্রতিশ্রুতিও দেন তারেক রহমান।

তিনি বলেন, “যে সরকার মানুষের জান-মালের নিরাপত্তা দিতে ব্যর্থ, সে সরকার যখন দমন-পীড়নকেই টিকিয়ে রাখার উপায় মনে করে; তখনই ফ্যাসিস্ট শক্তির উত্থান ঘটে। আমরা অতীতে এর দৃষ্টান্ত দেখেছি, আবারও দেখছি।”

তারেক রহমান আরও বলেন, আশুলিয়ার সেই ভয়াবহ ঘটনার ন্যায়বিচার না হওয়ায় আজও এ ধরনের হামলার পুনরাবৃত্তি হচ্ছে। তিনি মনে করেন, জনগণের ভোটাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত না করলে রাজনৈতিক হত্যাকাণ্ড থামবে না।

সমাবেশে তিনি দলীয় নেতাকর্মীদের শান্তিপূর্ণভাবে গণতন্ত্র পুনরুদ্ধারে কাজ করার আহ্বান জানান এবং জুলাই শহীদদের স্মরণে প্রতিবছর কেন্দ্রীয়ভাবে কর্মসূচি পালনের ঘোষণা দেন।