সরকারি স্কুলে কিশোর গ্যাংয়ের মাদক উৎসব
- সর্বশেষ আপডেট ০৫:১৯:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫
- / 267
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার গণমানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে নিরাপত্তাহীনতা বিরাজ করছে। বিদ্যালয়ের চারপাশে কোনো সীমানা প্রাচীর না থাকায় শিক্ষার্থীদের পাঠদান মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। পাশাপাশি নিয়মিতভাবে জানালা-দরজা ভাঙচুর, বাগান ধ্বংস ও মালামাল চুরির ঘটনা ঘটছে।
সোমবার (১৪ জুলাই) দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, স্কুল ছুটির পর এলাকার কিছু উচ্ছৃঙ্খল কিশোর গ্যাং সদস্য বিদ্যালয় মাঠে ঢুকে ফুটবল খেলছে। এতে জানালার কাচ ভেঙে যাচ্ছে, দরজা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং বাগানে লাগানো ফুলগাছ ও শোভাময় উদ্যানের সৌন্দর্য নষ্ট হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, রাতে বিদ্যালয় চত্বরে ভিড় জমান কিছু বখাটে ও বহিরাগত যুবক। তারা মোবাইলে গেম খেলে, মাদক গ্রহণ করে এবং আড্ডা দেয়, যা বিদ্যালয়ের পরিবেশকে ভয়াবহভাবে নষ্ট করছে। কয়েকদিন আগে টিনসেটের বাউন্ডারির টিন ও পিলার খুলে নিয়ে যাওয়া হয়েছে।
সম্প্রতি বিদ্যালয়ের একমাত্র টিউবওয়েলটিও চুরি হয়ে গেছে। এমনকি ১২ জুলাই রাতে জাতীয় পতাকা উত্তোলনের স্ট্যান্ড ভাঙার চেষ্টা করে দুর্বৃত্তরা। শব্দ পেয়ে পাশের বাড়ির একজন এগিয়ে গেলে চোরেরা পালিয়ে যায়।
এতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে চরম উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে। বিদ্যালয়ের এক শিক্ষার্থী জানায়, “আমরা ঠিকমতো ক্লাস করতে পারি না। জানালার কাচ ভাঙা, দরজা বন্ধ হয় না। ভয় লাগে। কখন আবার কিছু চুরি হয়ে যায় বুঝি না।”
বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুকন উদ্দিন জানান, বিষয়টি একাধিকবার মৌখিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কিন্তু এখনো কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। তিনি বলেন, “বিদ্যালয়ে একটি সীমানা প্রাচীর খুবই প্রয়োজন। নিরাপত্তার অভাবে শিক্ষাকার্যক্রম ব্যাহত হচ্ছে এবং শিক্ষার্থীদের সুরক্ষাও ঝুঁকির মধ্যে পড়েছে।”
তিনি আরও জানান, “এই ঘটনায় দ্রুত সময়ের মধ্যে ইউএনও স্যার ও থানায় লিখিত অভিযোগ দাখিল করব।


































