ঢাকা ০২:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সরকারি কর্মকর্তারা গণভোটে প্রচারণা চালাতে পারবেন: আলী রীয়াজ

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৯:৪৩:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
  • / 32

অধ্যাপক আলী রীয়াজ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা গণভোটের পক্ষে প্রচারণা চালাতে কোনো বাধার মুখোমুখি হবেন না। তিনি বলেন, গণভোটে ‘হ্যাঁ’ ভোট নিশ্চিত করতে এ সুযোগ গুরুত্বপূর্ণ এবং এতে অতীতের শাসনের পুনরাবৃত্তি রোধ হবে।

সোমবার (১৯ জানুয়ারি) ময়মনসিংহের টাউন হল অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে বিভাগীয় কর্মকর্তা ও প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়সভায় আলী রীয়াজ বলেন, “একজন ব্যক্তির ইচ্ছায় দেশ পরিচালিত হবে না। শহীদদের ত্যাগের ফলেই বর্তমান সরকার রাষ্ট্র সংস্কার, মানবতাবিরোধীদের বিচার এবং সুষ্ঠু ও অবাধ নির্বাচন নিশ্চিত করতে কাজ করছে।”

তিনি আরও উল্লেখ করেন, গণভোটে ‘হ্যাঁ’ ভোট বিজয়ী হলে জুলাই সনদ সংবিধানে অন্তর্ভুক্ত করা হবে। জবাবদিহিমূলক রাষ্ট্র, স্বাধীন বিচারবিভাগ ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য নাগরিকদের এই ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

সভায় ময়মনসিংহ বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী সভাপতিত্ব করেন। ময়মনসিংহ বিভাগের চার জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার ও বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সরকারি কর্মকর্তারা গণভোটে প্রচারণা চালাতে পারবেন: আলী রীয়াজ

সর্বশেষ আপডেট ০৯:৪৩:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা গণভোটের পক্ষে প্রচারণা চালাতে কোনো বাধার মুখোমুখি হবেন না। তিনি বলেন, গণভোটে ‘হ্যাঁ’ ভোট নিশ্চিত করতে এ সুযোগ গুরুত্বপূর্ণ এবং এতে অতীতের শাসনের পুনরাবৃত্তি রোধ হবে।

সোমবার (১৯ জানুয়ারি) ময়মনসিংহের টাউন হল অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে বিভাগীয় কর্মকর্তা ও প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়সভায় আলী রীয়াজ বলেন, “একজন ব্যক্তির ইচ্ছায় দেশ পরিচালিত হবে না। শহীদদের ত্যাগের ফলেই বর্তমান সরকার রাষ্ট্র সংস্কার, মানবতাবিরোধীদের বিচার এবং সুষ্ঠু ও অবাধ নির্বাচন নিশ্চিত করতে কাজ করছে।”

তিনি আরও উল্লেখ করেন, গণভোটে ‘হ্যাঁ’ ভোট বিজয়ী হলে জুলাই সনদ সংবিধানে অন্তর্ভুক্ত করা হবে। জবাবদিহিমূলক রাষ্ট্র, স্বাধীন বিচারবিভাগ ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য নাগরিকদের এই ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

সভায় ময়মনসিংহ বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী সভাপতিত্ব করেন। ময়মনসিংহ বিভাগের চার জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার ও বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।