সরকার নিহতদের সংখ্যা নিয়ে লুকোচুরি করছে: জামায়াত আমির
- সর্বশেষ আপডেট ০৯:১২:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
- / 189
ঈশ্বরদীতে নিহত এক কর্মীর দোয়া মাহফিলে অংশ নিয়ে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “একটি মেসেজ নিয়ে এসেছি, সেখানে বলা হয়েছে ২৭ জন নিহত। আমি সেটা বিশ্বাস করি না, এর চেয়ে সংখ্যা আরও বেশি হবে।” সরকার বিষয়টি নিয়ে লুকোচুরি করছে। তিনি নিহতদের জন্য দোয়া করেন এবং তাদের পরিবার ও আহতদের পাশে সংগঠন হিসেবে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। বলেন, “অর্থ, রক্ত যা যা লাগবে, আমাদের সহকর্মীরা দেবে।”
মঙ্গলবার (২২ জুলাই) বিকেল তিনটার দিকে ঈশ্বরদীর টেক্সটাইল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় ঢাকায় জাতীয় সমাবেশে যাওয়ার পথে হৃদরোগে মারা যাওয়া জামায়াতকর্মী মোস্তাফিজুর রহমান কলমের জন্য দোয়া মাহফিল। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. শফিকুর রহমান। মাহফিলে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে নিহতদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
বক্তব্যে তিনি আরও বলেন, “আল কোরআন মানবজাতির হেদায়েতের শ্রেষ্ঠ গ্রন্থ। কোরআনের দেখানো পথ ধরেই বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠিত হবে। দুর্নীতিমুক্ত দেশ গঠনে আমরা সংকল্পবদ্ধ। দুর্নীতির জাল ছিঁড়ে টুকরো টুকরো করে দেব। দেশে কোনো দুর্নীতিবাজের ঠাঁই হবে না।”
তিনি বলেন, “যেখানে দুর্নীতি, সেখানেই প্রতিবাদ চলবে। যতদিন দেশের মানুষ মুক্ত না হবে, ততদিন সংগ্রাম চলবে। ফ্যাসিস্ট ও জালিম যত শক্তিশালীই হোক, জামায়াত কোনো জালিমকে ভয় পায় না।”
নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “লড়াইয়ের জন্য আপনারা প্রস্তুত তো? আমাদের লড়াই চলমান থাকবে। অনিয়ম, দুর্নীতি ও অবিচারের বিরুদ্ধে সবাইকে প্রস্তুত থাকতে হবে।”
এর আগে ঈশ্বরদীতে পৌঁছে তিনি চর মিরকামারীর কবরস্থানে মোস্তাফিজুর রহমান কলমের কবর জিয়ারত করেন। কবর জিয়ারতের সময় আবেগপ্রবণ হয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি। পরে তিনি মোস্তাফিজুর রহমানের বাড়িতে যান এবং তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন।
তিনি বলেন, “মৃত্যুবরণকারী মোস্তাফিজুর রহমানের পরিবারের সকল দায়দায়িত্ব জামায়াত নিয়েছে। তাঁর সন্তানরা যেন আগের চেয়ে ভালোভাবে জীবনযাপন করতে পারে, সেজন্য দলের নেতাদের সহযোগিতা কামনা করছি।”
এ সময় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, পাবনা জেলা আমির অধ্যাপক আবু তালেব মণ্ডল, সাবেক মাওলানা আব্দুর রহিম, নায়েবে আমির মাওলানা জহুরুল ইসলাম খান, সেক্রেটারি আব্দুল গাফফার খান, সহকারী সেক্রেটারি আবু সালেহ আব্দুল্লাহ, এস এম সোহেলসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।































