দুদক চেয়ারম্যান
সম্পদ গোপনকারী নেতাদের দেশ শাসন করা উচিত নয়
- সর্বশেষ আপডেট ০৪:০৮:৫২ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬
- / 40
দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুল মোমেন সতর্ক করে বলেছেন, যারা তাদের নির্বাচনী হলফনামায় সম্পদ গোপন করেন, ভবিষ্যতে তাদের নেতৃত্বের পদে আসীন হতে দেওয়া উচিত নয়।
রোববার (১১ জানুয়ারি) দুদকের সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স অ্যাগেইনস্ট করাপশন (র্যাক)-এর প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে এক প্রশ্নের জবাব দিতে গিয়ে তিনি সাংবাদিকদের সম্পদের ঘোষণা যাচাইয়ে সহায়তা করার এবং স্বচ্ছতা সমর্থন করার আহ্বান জানিয়ে এ মন্তব্য করেন ।
প্রার্থীদের তথ্য যাচাইয়ে গণমাধ্যমের সহযোগিতার প্রয়োজনীয়তার কথা তুলে ধরে ড. মোমেন আরও বলেন, “আমাদের পক্ষে অল্প সময়ের মধ্যে প্রতিটি খুঁটিনাটি যাচাই করা কঠিন। যদি আপনার কোনও অপ্রকাশিত সম্পদের সন্দেহ হয়, তাহলে অনুগ্রহ করে প্রথমে আমাদের তথ্য প্রদান করুন।”
“আপনারা নিজেরাই অনুসন্ধানী সাংবাদিক – স্বচ্ছতা নিশ্চিত করতে আমাদের সাহায্য করুন। আমরা চাই না অপ্রকাশিত সম্পদধারী ব্যক্তিরা ভবিষ্যতে শাসক হোক”, তিনি যুক্ত করেন।
জাতির ভবিষ্যতের কথা তুলে ধরে তিনি আরও বলেন যে কমিশনের লক্ষ্য হলো সকলের জন্য সুশাসন এবং ন্যায়বিচার নিশ্চিত করা। “একটি সুষ্ঠু ও ন্যায়সঙ্গত রাষ্ট্র গঠনের জন্য দুর্নীতিমুক্ত নেতৃত্ব অত্যাবশ্যক। আমরা আশা করি ভবিষ্যতে যারা নেতা হবেন তারা সততার সাথে কাজ করবেন এবং ন্যায়বিচার বজায় রাখবেন,” তিনি বলেন।
আরএসি ২২-তম বার্ষিকীতে প্রশ্নোত্তর পর্বে দুদক চেয়ারম্যান ছাড়াও আরও উপস্থিত ছিলেন, কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহ্সান ফরিদ এবং সচিব মোহাম্মদ খালেদ রহীম।




































