সম্পত্তি বিরোধে মায়ের লাশ দাফনে ২০ ঘণ্টা দেরি
- সর্বশেষ আপডেট ০৮:৪৫:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫
- / 152
নোয়াখালীর কোম্পানীগঞ্জে পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে মায়ের মরদেহ দাফন আটকে রাখার ঘটনা ঘটেছে। প্রায় ২০ ঘণ্টা পর স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে সমঝোতা হলে মরদেহ দাফন করা হয়।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুর সোয়া ২টার দিকে উপজেলার সিরাজপুর ইউনিয়নের শাহজাদপুর গ্রামের এনু মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। এর আগে বুধবার (৮ অক্টোবর) সন্ধ্যায় বেগমগঞ্জ উপজেলায় মেয়ের বাড়িতে মারা যান আমেনা বেগম (৬৫)। তিনি ওই গ্রামের মৃত মাওলানা সেলামত উল্ল্যাহর স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, মৃত্যুর আগে ছোট ছেলে সাইফুল্লাহর নামে কিছু জমি রেজিস্ট্রি করে দেন আমেনা বেগম। এ নিয়ে বড় ছেলে নজিব উল্ল্যাহর সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বুধবার রাতে মরদেহ দাফনের জন্য বাড়িতে আনার পর ওই সম্পত্তি নিয়ে দুই ভাইয়ের মধ্যে বাকবিতণ্ডা হয়, একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া বিনতে কাশেম। তাঁর উপস্থিতিতে দুই পক্ষের মধ্যে সমঝোতা হলে বৃহস্পতিবার দুপুরে স্বামীর কবরের পাশে দাফন সম্পন্ন হয়।
রুবাইয়া বিনতে কাশেম বলেন, “দুই পক্ষকে আলোচনার মাধ্যমে রাজি করিয়ে মায়ের দাফন সম্পন্ন করা হয়েছে। পরবর্তীতে স্থানীয়ভাবে বৈঠক করে তাদের সম্পত্তি বিরোধের বিষয়টি মীমাংসা করা হবে।”


































