মাউশি: সব স্কুলে গণভোট সচেতনতা কার্যক্রম বাধ্যতামূলক
- সর্বশেষ আপডেট ০৯:১৪:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
- / 29
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানকে গণভোট সংক্রান্ত সচেতনতা তৈরি এবং সরকারি যোগাযোগে ভোটের লোগো প্রদর্শনের নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।
মঙ্গলবার (১৩ জানুয়ারী) প্রকাশিত নির্দেশনায় বলা হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন জুলাই জাতীয় সনদ ২০২৫-এ লিপিবদ্ধ সংবিধান সংশোধন সম্পর্কিত প্রস্তাবের ওপর গণভোট অনুষ্ঠিত হবে। ভোটারদের ব্যাপক সচেতনতা সৃষ্টির জন্য সকল সরকারি যোগাযোগে নির্বাচনের পূর্ব পর্যন্ত গণভোটের লোগো ব্যবহার এবং প্রতিষ্ঠানের দুটি করে খাড়া ব্যানার দৃশ্যমান স্থানে প্রদর্শনের ব্যবস্থা করতে হবে। লোগোর স্বচ্ছ কপি নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে।
এছাড়া, মাউশি দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে আসন্ন নির্বাচন ও গণভোট-২০২৬ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সভা, সমাবেশ ও নির্বাচনী প্রচারণার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে।
































