ঢাকা ০৯:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
নিজস্ব প্রতিবেদক

সব ভোটে ইভিএম বন্ধ

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৯:৫০:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
  • / 179

সব ভোটে ইভিএম বন্ধ

কোনো ধরনের নির্বাচনেই আর ইভিএম ব্যবহার করবে না নির্বাচন কমিশন (ইসি)। জাতীয় নির্বাচন হোক বা স্থানীয় সরকার—সব ধরনের ভোটেই পুরোনো ব্যালট পদ্ধতি ফিরিয়ে আনার সিদ্ধান্ত চূড়ান্ত করেছে কমিশন।

বৃহস্পতিবার (১০ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অনুষ্ঠিত কমিশন সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। সভায় সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

সভায় আরও উপস্থিত ছিলেন অন্যান্য নির্বাচন কমিশনার, ইসির সিনিয়র সচিব ও উচ্চপর্যায়ের কর্মকর্তারা।

কমিশনার সানাউল্লাহ জানান, জুলাইয়ের শেষ দিকে অথবা আগস্টের শুরুতে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। একই সঙ্গে প্রবাসীদের জন্য ভোটার রেজিস্ট্রেশন চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এই বিশেষ প্রকল্পে প্রবাসী ভোটাররা ডাকযোগে ভোট দেওয়ার সুযোগ পাবেন। এজন্য পোস্টাল ব্যালটে সম্ভাব্য ব্যয় নির্ধারণ করা হয়েছে প্রায় ৪৮ কোটি টাকা।

নির্বাচনী খাতে স্বচ্ছতা, জবাবদিহি ও প্রযুক্তি নির্ভরতার প্রশ্নে নানা বিতর্ক ও সমালোচনার মুখে এবার পুরোপুরি ব্যালটভিত্তিক ভোটেই ফিরছে বাংলাদেশ।

 

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

নিজস্ব প্রতিবেদক

সব ভোটে ইভিএম বন্ধ

সর্বশেষ আপডেট ০৯:৫০:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫

কোনো ধরনের নির্বাচনেই আর ইভিএম ব্যবহার করবে না নির্বাচন কমিশন (ইসি)। জাতীয় নির্বাচন হোক বা স্থানীয় সরকার—সব ধরনের ভোটেই পুরোনো ব্যালট পদ্ধতি ফিরিয়ে আনার সিদ্ধান্ত চূড়ান্ত করেছে কমিশন।

বৃহস্পতিবার (১০ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অনুষ্ঠিত কমিশন সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। সভায় সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

সভায় আরও উপস্থিত ছিলেন অন্যান্য নির্বাচন কমিশনার, ইসির সিনিয়র সচিব ও উচ্চপর্যায়ের কর্মকর্তারা।

কমিশনার সানাউল্লাহ জানান, জুলাইয়ের শেষ দিকে অথবা আগস্টের শুরুতে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। একই সঙ্গে প্রবাসীদের জন্য ভোটার রেজিস্ট্রেশন চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এই বিশেষ প্রকল্পে প্রবাসী ভোটাররা ডাকযোগে ভোট দেওয়ার সুযোগ পাবেন। এজন্য পোস্টাল ব্যালটে সম্ভাব্য ব্যয় নির্ধারণ করা হয়েছে প্রায় ৪৮ কোটি টাকা।

নির্বাচনী খাতে স্বচ্ছতা, জবাবদিহি ও প্রযুক্তি নির্ভরতার প্রশ্নে নানা বিতর্ক ও সমালোচনার মুখে এবার পুরোপুরি ব্যালটভিত্তিক ভোটেই ফিরছে বাংলাদেশ।