ঢাকা ০৯:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সব ভোটকেন্দ্রে ৭ দিনের মধ্যে বিদ্যুৎ সরবরাহের নির্দেশ

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৭:৫৬:৩১ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
  • / 21

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহম্মদ ফাওজুল কবির খান দেশের সব ভোটকেন্দ্রে আগামী সাত দিনের মধ্যে বিদ্যুৎ সংযোগ বা বিকল্প সরবরাহ নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। এ নির্দেশ মূলত আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, গণভোট এবং রমজান মাসে বিদ্যুৎ সরবরাহের সুসংগঠিত পরিস্থিতি নিশ্চিত করার উদ্দেশ্যে দেওয়া হয়েছে।

বুধবার (২১ জানুয়ারি) রাজধানীর বিদ্যুৎ ভবনের বিজয় হলে বিকেলে অনুষ্ঠিত বৈঠকে উপদেষ্টা ফাওজুল কবির খান বলেন, “আমাদের এক সপ্তাহের মধ্যে নিশ্চিত করতে হবে যে সব ভোটকেন্দ্রে বিদ্যুৎ সংযোগ আছে। কোথাও বিদ্যুৎ বিভ্রাট হলে তা সামাল দিতে প্রস্তুত থাকতে হবে।”

সভায় উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, নির্বাচন কমিশন, শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়, বিপিসি, পেট্রোবাংলা, পিডিবি এবং আরইবি’র ঊর্ধ্বতন কর্মকর্তারা। বৈঠকে ভোটকেন্দ্রে বিদ্যুৎ সরবরাহের প্রস্তুতি, বিপর্যয় মোকাবেলার ব্যবস্থা এবং গরমে বিদ্যুৎ ব্যবস্থাপনার প্রয়োজনীয় দিকগুলো আলোচনা করা হয়।

উপদেষ্টা বলেন, “নির্বাচনের সময় ভোটারদের কোনো অসুবিধা যেন না হয়, এজন্য বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা জরুরি। বিকল্প জেনারেটর বা ব্যাকআপ ব্যবস্থা সব কেন্দ্রে প্রস্তুত রাখতে হবে।”

Tag :

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সব ভোটকেন্দ্রে ৭ দিনের মধ্যে বিদ্যুৎ সরবরাহের নির্দেশ

সর্বশেষ আপডেট ০৭:৫৬:৩১ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহম্মদ ফাওজুল কবির খান দেশের সব ভোটকেন্দ্রে আগামী সাত দিনের মধ্যে বিদ্যুৎ সংযোগ বা বিকল্প সরবরাহ নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। এ নির্দেশ মূলত আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, গণভোট এবং রমজান মাসে বিদ্যুৎ সরবরাহের সুসংগঠিত পরিস্থিতি নিশ্চিত করার উদ্দেশ্যে দেওয়া হয়েছে।

বুধবার (২১ জানুয়ারি) রাজধানীর বিদ্যুৎ ভবনের বিজয় হলে বিকেলে অনুষ্ঠিত বৈঠকে উপদেষ্টা ফাওজুল কবির খান বলেন, “আমাদের এক সপ্তাহের মধ্যে নিশ্চিত করতে হবে যে সব ভোটকেন্দ্রে বিদ্যুৎ সংযোগ আছে। কোথাও বিদ্যুৎ বিভ্রাট হলে তা সামাল দিতে প্রস্তুত থাকতে হবে।”

সভায় উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, নির্বাচন কমিশন, শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়, বিপিসি, পেট্রোবাংলা, পিডিবি এবং আরইবি’র ঊর্ধ্বতন কর্মকর্তারা। বৈঠকে ভোটকেন্দ্রে বিদ্যুৎ সরবরাহের প্রস্তুতি, বিপর্যয় মোকাবেলার ব্যবস্থা এবং গরমে বিদ্যুৎ ব্যবস্থাপনার প্রয়োজনীয় দিকগুলো আলোচনা করা হয়।

উপদেষ্টা বলেন, “নির্বাচনের সময় ভোটারদের কোনো অসুবিধা যেন না হয়, এজন্য বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা জরুরি। বিকল্প জেনারেটর বা ব্যাকআপ ব্যবস্থা সব কেন্দ্রে প্রস্তুত রাখতে হবে।”