ঢাকা ০৩:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সফর শেষে আবেগে ভাসছেন ডুয়া লিপা

ইব্রাহিম ওয়ালিদ
  • সর্বশেষ আপডেট ০৭:৩২:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
  • / 95

সফর শেষে আবেগে ভাসছেন ডুয়া লিপা

সিঙ্গাপুর থেকে ৫ নভেম্বর শুরু হয়ে মেক্সিকো সিটিতে ৫ ডিসেম্বর শেষ হচ্ছে ডুয়া লিপার দীর্ঘ ‘র‍্যাডিক্যাল অপটিমিজম’ বিশ্বভ্রমণ। এক বছরজুড়ে নানা দেশে পারফর্ম করার পর শেষ ধাপে এখন লাতিন আমেরিকার শহরগুলোতে শো করছেন তিনি।

গত ২৮ নভেম্বর কলম্বিয়ার বোগোতায় কনসার্ট শেষ করে ইনস্টাগ্রামে ডুয়া লিখেছিলেন, “এই অসাধারণ যাত্রা প্রায় শেষ। যাঁরা সঙ্গে ছিলেন, সবাইকে ধন্যবাদ। অনেক শহরে যেতে পারিনি—পরেরবার অবশ্যই দেখা হবে।”

শাকিরার জন্মভূমি হওয়ায় বোগোতার দর্শকদের জন্য চমক হিসেবে ডুয়া গেয়েছেন শাকিরার জনপ্রিয় গান আন্তোলজিয়া। সেই মুহূর্ত দ্রুতই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। ক্লিপটি দেখে শাকিরাও কৃতজ্ঞতা প্রকাশ করে লিখেছেন, “তোমার কণ্ঠে আমার গান শুনে মন ভরে গেছে। যে শহরে আমি গানটি লিখেছিলাম, সেখানেই তোমার পরিবেশন—এটাই সংগীতের সৌন্দর্য।”

গত বছরের ৩ মে প্রকাশিত হয় ডুয়ার তৃতীয় অ্যালবাম র‍্যাডিক্যাল অপটিমিজম। এরপরই একই নামের বিশ্ব সফরে বের হন তিনি। ডুয়া জানিয়েছেন, মেক্সিকো সিটিতে শেষ শোর পর সাময়িকভাবে গানের কাজ থেকে বিরতি নেবেন।

ভ্যারাইটিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, “এত দেশ ঘুরে টানা পারফর্ম করা সত্যিই কঠিন। শরীর ও মন দুটোকেই চাপে ফেলে। সফর শেষ হলে পরিবারকে সময় দেব। নতুন বছরে নতুন কিছু নিয়ে ফিরব।”

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সফর শেষে আবেগে ভাসছেন ডুয়া লিপা

সর্বশেষ আপডেট ০৭:৩২:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫

সিঙ্গাপুর থেকে ৫ নভেম্বর শুরু হয়ে মেক্সিকো সিটিতে ৫ ডিসেম্বর শেষ হচ্ছে ডুয়া লিপার দীর্ঘ ‘র‍্যাডিক্যাল অপটিমিজম’ বিশ্বভ্রমণ। এক বছরজুড়ে নানা দেশে পারফর্ম করার পর শেষ ধাপে এখন লাতিন আমেরিকার শহরগুলোতে শো করছেন তিনি।

গত ২৮ নভেম্বর কলম্বিয়ার বোগোতায় কনসার্ট শেষ করে ইনস্টাগ্রামে ডুয়া লিখেছিলেন, “এই অসাধারণ যাত্রা প্রায় শেষ। যাঁরা সঙ্গে ছিলেন, সবাইকে ধন্যবাদ। অনেক শহরে যেতে পারিনি—পরেরবার অবশ্যই দেখা হবে।”

শাকিরার জন্মভূমি হওয়ায় বোগোতার দর্শকদের জন্য চমক হিসেবে ডুয়া গেয়েছেন শাকিরার জনপ্রিয় গান আন্তোলজিয়া। সেই মুহূর্ত দ্রুতই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। ক্লিপটি দেখে শাকিরাও কৃতজ্ঞতা প্রকাশ করে লিখেছেন, “তোমার কণ্ঠে আমার গান শুনে মন ভরে গেছে। যে শহরে আমি গানটি লিখেছিলাম, সেখানেই তোমার পরিবেশন—এটাই সংগীতের সৌন্দর্য।”

গত বছরের ৩ মে প্রকাশিত হয় ডুয়ার তৃতীয় অ্যালবাম র‍্যাডিক্যাল অপটিমিজম। এরপরই একই নামের বিশ্ব সফরে বের হন তিনি। ডুয়া জানিয়েছেন, মেক্সিকো সিটিতে শেষ শোর পর সাময়িকভাবে গানের কাজ থেকে বিরতি নেবেন।

ভ্যারাইটিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, “এত দেশ ঘুরে টানা পারফর্ম করা সত্যিই কঠিন। শরীর ও মন দুটোকেই চাপে ফেলে। সফর শেষ হলে পরিবারকে সময় দেব। নতুন বছরে নতুন কিছু নিয়ে ফিরব।”