শিরোনাম
সন্ধ্যায় হাসপাতালে যাবেন খালেদা জিয়া
নিজস্ব প্রতিবেদক
- সর্বশেষ আপডেট ১২:৫৩:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫
- / 210
নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য আজ সন্ধ্যায় হাসপাতালে যাবেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।
বুধবার (১৮ জুন) সন্ধ্যা ৬টায় এভারকেয়ার হাসপাতালে নেওয়া হবে তাকে।
বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে জানান, আজ বুধবার সন্ধ্যা ৬টায় রাজধানীর গুলশানের নিজ বাসভবন থেকে এভারকেয়ার হাসপাতালের উদ্দেশে খালেদা জিয়া রওয়ানা হবেন।
এর আগে যুক্তরাজ্যে উন্নত চিকিৎসা শেষে দীর্ঘ চার মাস পর দেশে গত ০৬ মে দেশে ফিরেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
দীর্ঘ চার মাস চিকিৎসা শেষে যুক্তরাজ্যের লন্ডন থেকে আজ দেশে ফেরার পর তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ড. এ জেড এম জাহিদ হোসেন বলেছিলেন, ম্যাডাম মানসিক ও শারীরিকভাবে সুস্থ আছেন।
Tag :
উন্নত চিকিৎসা খালেদা জিয়া চিকিৎসা জাতীয় রাজনীতি দলীয় নেত্রী বাংলাদেশ বিএনপি বিএনপি আপডেট বিএনপি চেয়ারপারসন বেগম জিয়া রাজধানী ঢাকা রাজনীতি রাজনৈতিক নেত্রী সন্ধ্যার আপডেট স্বাস্থ্য অবনতি স্বাস্থ্য সমস্যা স্বাস্থ্য সেবা হাসপাতালে খবর হাসপাতালে ভর্তি হাসপাতালে যাওয়া
































